প্রকাশ সিনহা, কলকাতা: গরুপাচার মামলায় এবার অনুব্রত ঘনিষ্ঠ দুই চালকল মালিককে তলব করল ইডি। চলতি সপ্তাহে দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ।
কাদের তলব:
ইডি সূত্রে দাবি, বীরভূমে ব্যবসায়ী সিদ্ধার্থ মণ্ডলের ৪টি ও ব্যবসায়ী সঞ্জীব মজুমদারের ২টি চালকল রয়েছে। দু’জনেই অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত। গরুপাচার মামলায় এর আগে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন সাঁইথিয়ার যুব তৃণমূলের ব্লক সভাপতি ও চালকল ব্যবসায়ী সঞ্জীব মজুমদার।
গরু পাচার মামলায় আগেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিল অনুব্রত মন্ডল। সম্প্রতি গরু পাচার মামলায়ও ইডিও গ্রেফতার করেছে অনুব্রতকে। তার আগে আসানসোল জেলে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে জেরা করা হয়, বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, প্রায় ৪ পাতার প্রশ্নপত্র নিয়ে গিয়েছিলেন তদন্তকারীরা। মূলত অনুব্রত মন্ডল এবং তাঁর পরিবারের সম্পত্তি সংক্রান্ত তথ্য় জানতেই প্রশ্ন করা হয়। কিন্তু অনুব্রত প্রশ্নের উত্তরে কিছু না জানানোয় তথ্য গোপনের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।
মেয়েকেও জিজ্ঞাসাবাদ:
পাশাপাশি, মামলা সংক্রান্ত কারণে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী অফিসাররা। কদিন আগেই এই মামলায় দিল্লিতে অনুব্রত মন্ডলের মেয়েকে তলব করেছিল ইডি। পাশাপাশি, তলব করা হয়েছিল অনুব্রতর চার্টার্ড অ্যাকাউন্টকেও। তাঁদের থেকে পাওয়া তথ্যের সূত্র ধরেই সম্প্রতি জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রতকে। তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরার কথাও ভাবছে ইডি, করা হচ্ছে তোড়জোড়ও।
'বুকে ব্যথা'
এরই মধ্যে রবিবার অসুস্থ বোধ করেন অনুব্রত মন্ডল। সূত্রের খবর, তাঁর বুকে ব্যথা অনুভূত হয়। তারপরেই তাঁকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গরুপাচার মামলায় প্রথমে তদন্ত শুরু করেছিল সিবিআই। তাদের হাতেই একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছিল। দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এবং একটি বেসরকারি ব্যাঙ্কের বীরভূমের শাখাও তদন্তে জড়িয়ে যায়। ওই অ্যাকাউন্টে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ টাকা জমা পড়ার তথ্য হাতে এসেছে সিবিআইয়ের। এরপরে এই মামলায় নেমেছে ইডিও। এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও ওই মামলায় তদন্তে একাধিক লোকজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে। তাদের মধ্যে অনেকেই অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ। এবার ইডির হাতেও কী নতুন কোনও তথ্য উঠে আসবে? সেদিকেই নজর রাজ্য-রাজনীতির।
আরও পড়ুন: ১০০ দিনের কাজ প্রকল্পে একাধিক দুর্নীতি, আদালতে সরব শুভেন্দু