অরিত্রিক ভট্টাচার্য ও পার্থপ্রতিম ঘোষ, সন্দেশখালি: প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতারির প্রতিবাদে, আজ সন্দেশখালি ১ ও ২ নম্বর ব্লকে ১২ ঘণ্টা বন্ধের ডাক দিয়েছে সিপিএম। গত বুধবারের ঘটনায় আজ বসিরহাটের SP অফিস-সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানোর কর্মসূচি রয়েছে সিপিএমের। সকাল থেকে বন্ধের তেমন কোনও প্রভাব পড়েনি সন্দেশখালি ২ নম্বর ব্লকের ধামাখালিতে। দোকানপাট খোলা, যান চলাচলও স্বাভাবিক। ধামাখালি থেকে ফেরি চলাচলেও কোনও প্রভাব পড়েনি। সকাল ৯টা নাগাদ ধামাখালি ফেরিঘাট থেকে ফেরি পরিষেবা স্বাভাবিক ছিল। দোকানপাট মোটের উপর স্বাভাবিক ভাবে খুলেছে। অটো স্ট্যান্ডে অটো দাঁড়িয়ে রয়েছে। গাড়িও দেখা গিয়েছে মোটের উপর সবই স্বাভাবিক। যদিও সন্দেশখালি ফেরিঘাট বেশ কিছুটা ফাঁকা। প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন রয়েছে। ফেরি চলাচল করছে যদিও এদিকে বনধের প্রভাব ষথেষ্ট পড়েছে বলে জানিয়েছেন সন্দেশখালি ফেরিঘাটের কর্মী। গাড়ি-অটো অনেকটাই কম রয়েছে বলে জানিয়েছেন। এদিকে দোকান বন্ধ দেখা গিয়েছে। প্রশাসনের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে ১৪৪ ধারা রয়েছে সেই বিষয়টি জানিয়েছে। বিভিন্ন এলাকায় সেই বিজ্ঞপ্তি সাঁটিয়ে দেওয়া হয়েছে।
ইতিমধ্য়েই মহিলা কমিশনের সদস্য, চেয়ারপার্সন পৌঁছেছে সন্দেশখালিতে। এদিনই সন্দেশখালি যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পঞ্চাশজন দলীয় বিধায়ককে সঙ্গে নিয়ে সন্দেশখালি পৌঁছবেন শুভেন্দু অধিকারী।
অন্যদিকে, আজই বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে (EX CPIM mla Nirapada Sardar)। সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের নিঃশর্ত মুক্তির দাবিতে বসিরহাটের SP অফিসের সামনে সিপিএমের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। ভাঙল ব্যারিকেড। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন সিপিএমের কর্মী, সমর্থকরা। এরপর SP অফিসের ৫০ মিটার দূরে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের মুক্তি ও বাম কর্মী, সমর্থকদের ওপর অত্যাচারের অভিযোগে প্রয়োজনে বিক্ষোভ চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন সিপিএম নেতা, কর্মীরা।
শেখ শাহজাহানের শাগরেদ ও অন্যতম অভিযুক্ত বেপাত্তা তৃণমূল ব্লক সভাপতি শিবু হাজরার অভিযোগপত্রের একেবারে প্রথমে ছিল নিরাপদ সর্দারের নাম। রবিবার কলকাতার বাঁশদ্রোণী থেকে গ্রেফতার হন নিরাপদ সর্দার। দীর্ঘক্ষণ বাঁশদ্রোণী থানায় আটকে রাখার পর দুপুরে সিপিএমের প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: ৩ ডিগ্রি উঠল পারদ, কাল থেকে মুখভার হবে আকাশের, সরস্বতী পুজোয় কোথায় কেমন আবহাওয়া?