কলকাতা: 'তৃণমূল (Trinamool Congress) আজকাল প্রথমে সাপ হয়ে কামড়াচ্ছে, তারপর ওঝা হয়ে ঝাড়ফুঁক করছে। কৌস্তভ (Kaustav Bagchi) গ্রেফতার হতেই বিরোধিতা করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। বিরোধী ঐক্যের বিষয় নয়, মানুষ একজোট হয়ে জবাব দিচ্ছে।' ফেসবুক পোস্ট সিপিএম নেতা শতরূপ ঘোষের (Shatarup Ghosh)। 

 

গ্রেফতার কৌস্তভ বাগচী:  সাগরদিঘিতে কংগ্রেসের জয়ের পর অধীর চৌধুরীকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। তার জেরে প্রাক্তন তৃণমূল বিধায়ক ও অবসরপ্রাপ্ত IAS অফিসার দীপক ঘোষের লেখা বই নিয়ে সাংবাদিক বৈঠকে তৃণমূলনেত্রীকে পাল্টা আক্রমণের পরেই, আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে গ্রেফতার করল বড়তলা থানার পুলিশ। জামিন অযোগ্য ধারায় কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা রুজু হয়।পুলিশ সূত্রে খবর, কৌস্তভের মন্তব্যের ভিত্তিতে বড়তলা থানায় লিখিত অভিযোগের কারণেই এই গ্রেফতার। ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ৫০৪, ৫০৫, ৫০৬, ৫০৯, ৩৫৪A এবং ১২০B ধারায় আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে গ্রেফতার করা হয়। ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় কৌস্তভকে।

কী দাবি কৌস্তভের? 

কৌস্তভের দাবি, গতকাল রাত আড়াইটে নাগাদ পুলিশ তাঁর ব্যারাকপুরের বাড়িতে যায়। সকালে পুলিশের আরও একটি দল পৌঁছয় কৌস্তভের বাড়িতে। গ্রেফতারের আগে ধারা দেওয়া নিয়ে পুলিশের সঙ্গে তুমুল কথা কাটাকাটি হয় আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর। কৌস্তভকে থানায় নিয়ে যাওয়ার সময় স্লোগান দিতে শুরু করেন কংগ্রেস কর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছেন, এভাবে ভয় দেখিয়ে কণ্ঠরোধ করা যাবে না, গ্রেফতারির পর প্রতিক্রিয়া কৌস্তভ বাগচীর।                                                       

তরুণ কংগ্রেস নেতা গ্রেফতারিতে ফেসবুকে পোস্ট করেছেন কুণাল ঘোষ। তিনি লিখেছেন, "কৌস্তভ অন্যায় করেছে, কিন্তু পুলিশ দিয়ে গ্রেফতার ঠিক হল না। যেদিন পুলিশ সজলের বাড়ির দরজা ভেঙেছিল, আমি প্রতিবাদ করেছিলাম। পরে প্রমাণিত হয়েছে, আমার প্রতিবাদ সঠিক ছিল। আজও আমি কৌস্তভের গ্রেফতারের বিরোধিতা করছি। এতে ওঁর এবং বিরোধীদের রাজনৈতিক লাভ হবে। এর নেতিবাচক প্রভাব পড়বে। সজলের দরজা ভাঙার ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল।'' আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর গ্রেফতার নিয়ে ফেসবুকে পোস্টে বিস্ফোরক তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

আরও পড়ুন: Kaustav Bagchi : কৌস্তভের হয়ে দাঁড়ালেন ১০০ আইনজীবী, কংগ্রেস নেতার গ্রেফতারিতে কর্মীদের রাজ্যজুড়ে প্রতিবাদ