কলকাতা: দুর্নীতিতে নাম জড়িয়েছে শাসকদলের হেভিওয়েট নেতা-মন্ত্রীদের। সেই নিয়ে লাগাতার তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে চলেছে বিরোধী দল সিপিএম। কিন্তু বাংলার সিপিএম নেতারা সুর চড়ালেও, সিপিএম-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির (Sitaram Yechury) সুর খানিকটা হলেও নরম শোনা গেল। দুর্নীতির বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, দোষীদের শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করলেও, তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করলেন তিনি। (Yechury on TMC)


এই মুহূর্তে  সিপিএম-এর রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন চলছে। সেই উপলক্ষে বাংলায় রয়েছেন ইয়েচুরি। তার ফাঁকে শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন আরও একবার। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের পাশে বসেই রাজ্যে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খোলেন। সেখানেই তৃণমূলের প্রতি খানিকটা হলেও নরম সুর শোনা গেল তাঁর গলায়।


রাজ্যে যে হারে দুর্নীতির অভিযোগ সামনে আসছে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি যেভাবে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে, সেই নিয়ে প্রশ্ন করা হয় ইয়েচুরিকে। জবাবে তিনি বলেন, "দুর্নীতির অভিযোগ পেলে অবশ্যই পদক্ষেপ করুন। গ্রেফতার করুন, দোষী সাব্যস্ত করা হোক। কে আটকাচ্ছে? কিন্তু এটা ক্ষমতার অপব্যবহার নয়। ক্ষমতার অপব্যবহার হচ্ছে, ED-র ডান্ডা দেখিয়ে দরদাম করা।"


আরও পড়ুন: West Bengal CPM: রাজ্য কমিটিতে বিকাশ, ‘গণশক্তি’র দায়িত্বে শমীক! CPM-এর অন্দরে এবার বড় রদবদল


ইয়েচুরি এদিন আরও বলেন, "দরদাম করতে গেলে অবশ্যই দ্বিতীয় দলটির যোগদানও দরকার। তদন্ত করছো ঠিক আছে। কিন্তু সেটা এগিয়ে নিয়ে যাও না! আমার ব্যক্তিগত মতামত এখানে অর্থহীন। মানুষ একাধিক বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। কেন?  সবদিক খতিয়ে দেখতে হবে। সারদা মামলায় কত বছর পেরিয়ে গিয়েছে? কেন তদন্ত সম্পূর্ণ হল না? দোষীদের শাস্তি হল না কেন?  সেখানেও কি দরদাম হয়েছে তাহলে?"


বিরোধী দলগুলির বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ দীর্ঘদিনের। রাজ্যেরক তৃণমূল সরকারও বার বার এই অভিযোগ তুলে আসছে। বাংলায় ভোটের ময়দানে পেরে ওঠেনি বলে বিজেপি তদন্তকারী সংস্থাগুলিকে কাজে লাগাচ্ছে বলে অভিযোগ তাদের। যদিও দুর্নীতির প্রশ্নে তৃণমূলকে আক্রমণ করতে বিরতি নিচ্ছে না বিরোধী দলগুলি। সিপিএম-ও তার মধ্যেই পড়ে। দুর্নীতিকে হাতিয়ার করে আন্দোলন তীব্রতর করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। সেই আবহে ইয়েচুরির এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।


মতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত কিনা বলতে পারব না, তবে তাঁর সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয়, এ কথায় কোনও ভুল নেই। পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বর্ধিত অধিবেশনে  এসে এমনই মন্তব্য করলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। পাশাপাশি, অধিবেশনের দ্বিতীয় দিনেও নির্বাচনে ধারাবাহিক ব্য়র্থতা থেকে মুক্তির পথ খুঁজতে ব্যর্থ হল সিপিএম। চাকরির দাবি নিয়ে লাগাতার প্রচারের পাশাপাশি দুর্নীতিকে হাতিয়ার করে আন্দোলন তীব্রতর করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সিপিএম সূত্রে খবর।