কলকাতা: সিপিএম-এর রাজ্য় কমিটিতে এবার থাকতে পারেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। সূত্রের খবর, দলের রাজ্য কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য করা হতে পারে তাঁকে। রাজ্যসভায় এমনিতেই দলের সাংসদ বিকাশ। রাজ্য কমিটিতেও তাঁকে রাখা নিয়ে জল্পনা তুঙ্গে। সিপিএম-এর রাজ্য কমিটির বর্ধিত অধিবেশনে তিন জনকে নতুন করে রাজ্য কমিটিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তাতেই বিকাশের নাম উঠে এসেছে বলে খবর। (West Bengal CPM) এ নিয়ে এখনও পর্যন্ত দলের তরফে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।


এর পাশাপাশি, কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র পারিষদ ফৈয়াজ আহমেদ খানকেও রাখা হতে পারে সিপিএ-এর রাজ্য কমিটিতে। একই সঙ্গে রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য হতে পারেন হিমাঙ্গরাজ ভট্টাচার্য। এবছরই যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছেন (DYFI)। শুধু তাই নয়, সিপিএম-এর মুখপত্র, 'গণশক্তি'র সম্পাদক পদেও রদবদল হতে চলেছে বলে খবর। দেবাশিস চক্রবর্তীর জায়গায় সম্পাদক হতে চলেছেন সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ি, দলীয় সূত্রে এমনটাই খবর। দেবাশিসকে জ্যোতি বসু রিসার্চ ফাউন্ডেশনের দায়িত্ব দেওয়া হতে পারে। (Ganashakti Editor)


শুক্রবার থেকে শুরু হয়েছে সিপিএম-এর বর্ধিত রাজ্য কমিটির বৈঠক। বিভিন্ন জেলার সম্পাদকমণ্ডলীর সদস্যদের ডাকা হয়েছে। আজ বৈঠকের দ্বিতীয় দিন। আসন্ন লোকসভা নির্বাচনের আগে, সংগঠনের কোথায়, কী ত্রুটি-বিচ্যুতি রয়েছে, তা শনাক্ত করতেই এই বৈঠক।  সিপিএম-এর একটি সূত্র মারফত জানা যাচ্ছে, একদিনে ত্রুটি-বিচ্যুতি আলোচনা চলছে যেমন, রাজ্য কমিটিতে তিন জনকে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়েও আলোচনা চলছে।



আরও পড়ুন: আটা কল থেকে রাতারাতি সল্টলেকের হোটেলের মালিক ! রেশন দুর্নীতিতে ইডির হানা বনগাঁয়


তবে সবই এই মুহূর্তে আলোচনার স্তরে রয়েছে। আগামী কাল এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হবে বলে জানা গিয়েছে। ৩ থেকে ৫ নভেম্বর, এই তিন দিন ধরে সিপিএম-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন চলছে। অধিবেশন বসেছে দলের হাওড়া জেলা কমিটির দফতর অনিল বিশ্বাস ভবনে। ৩ নভেম্বর সকাল সাড়ে ১০টায় অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধব করেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।