কলকাতা: নন্দীগ্রামে (Nandigram) দাঁড়িয়ে বামেদের দরাজ সার্টিফিকেট দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হিন্দু-বাম (CPM) ভোটেই তিনি নন্দীগ্রামে জয়ী হয়েছেন বলে জানিয়েছেন। এমনকি বামেদের সবাই খারাপ নয় বলেও মন্তব্য করেছেন। সেই নিয়ে এ বার তাঁকে তীব্র কটাক্ষ করলেন সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। শুভেন্দুর অধিকারীর সার্টিফিকেট দেওয়ার যোগ্যতা নেই এবং তাঁদের সার্টিফিকেটের প্রয়োজন নেই বলে জানালেন তিনি।
শনিবার শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবসে নন্দীগ্রামের মঞ্চ থেকে সিপিএম-এর প্রশংসা শুভেন্দুর
শনিবার শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস ঘিরে নন্দীগ্রামে ফের তৃণমূল-বিজেপি মুখোমুখি সংঘাতে জড়িয়েছে। তার মধ্যেই স্মরণসভার মঞ্চ থেকে সিপিএম-এর ভূয়সী প্রশংসা করেন শুভেন্দু। তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে বলেন, "এদের থেকে অনেক বড় এবং শক্তিশালী সংগঠন ছিল সিপিএম-এর। বামফ্রন্ট এদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। ক্ষমতায় ছিল ৩৪ বছর। আসনসংখ্যা ছিল ২৩৫। আপনাদেরকে সঙ্গে নিয়ে অন্যায়, অত্যাচার সামলেছেন লক্ষ্মণ সেনরা। বামপন্থীরা সবাই খারাপ নন। আমাদের সঙ্গে প্রচুর বামপন্থী এসেছেন। নন্দীগ্রামে বামপন্থীদের একটা বড় অংশ, যাঁরা হিন্দু, আমাকে ভোট দিয়েছেন বলেই জিতেছি। অকপটে স্বীকার করছি সে কথা।"
আরও পড়ুন: Suvendu Adhikari: ‘বামেরা সবাই খারাপ নন, ওঁদের ভোটেই জিতেছি’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু
শুভেন্দুর এই প্রশংসা নিয়ে প্রতিক্রিয়া চাইলে বিরোধী দলনেতাকেই কটাক্ষ করেন সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। এবিপি আনন্দে তিনি বলেন, "শুভেন্দুকে কে সার্টিফিকেট দিতে বলেছে? সার্টিফিকেট দেওয়া তাঁর সাজে, যাঁর সার্টিফিকেট দেওয়ার যোগ্যতা রয়েছে। তৃণমূলের বড় নেতা দলবদল করে বিজেপি হয়েছেন। তাঁর সার্টিফিকেটের মূল্য তৃণমূলের কাছে থাকলেও, বামপন্থীদের কাছে নেই।"
শুধু তাই নয়, প্রাক্তন তৃণমূল শুভেন্দুকে তাঁর অতীতও মনে করিয়ে দেন সুজন। তিনি বলেন, "তৃণমূলে থাকাকালীন বলেছিলেন, 'লালঝান্ডা ধরার কেউ থাকবে না, এমন ব্যবস্থা করব'। তাতে উনি ব্যর্থ হয়েছেন। আজ পট পট করে লালঝান্ডা উঠছে। তাই ভয় পাচ্ছেন। নিজের স্বার্থেই নরম সুরে কথা বলছেন তাই। তৃণমূলও নিজের স্বার্থে কখনও সুর নরম করে, বিজেপি-ও তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে স্বরণ করে সিপিএম-কে। লালঝান্ডা তুলতে দেবে না বলে যে আস্ফালন ছিল এতকাল, সেই জোর হারাচ্ছে দুই দলই। আমাদের কারও সার্টিফিকেটের দরকার নেই।"
প্রাক্তন তৃণমূল শুভেন্দুকে তাঁর অতীতও মনে করিয়ে দেন সুজন
তবে এ নিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, বিজেপি-সিপিএম ষড়ের কথা প্রথম থেকেই বলে আসছিলেন তিনি এবং জোড়াফুল শিবির। সিপিএম-এর হার্মাদরাই বর্তমানে বিজেরপি-র পতাকা নিয়ে ঘুরছে বলেও মন্তব্য করেন কুণাল।