Oppo Reno 10 Series: নতুন বছরের শুরু থেকেই চালু হয়েছে ফোন (Smartphones) লঞ্চের হিড়িক। একের পর এক সংখ্যা তাদের বিভিন্ন স্মার্টফোন ইতিমধ্যেই লঞ্চ করেছে। শুধু তাই নয়, বছরের প্রথম মাস জানুয়ারিতেই এইসব ফোন লঞ্চ হয়েছে। আগামী মাসগুলিতেও বিভিন্ন কোম্পানির বিভিন্ন ফোন লঞ্চের পরিকল্পনা রয়েছে। এদিকে চিনে গতবছর নভেম্বর মাসে লঞ্চ হয়েছে ওপ্পো রেনো ৯ সিরিজ। এই সিরিজে লঞ্চ হয়েছে ওপ্পো রেনো ৯, ওপ্পো রেনো ৯ প্রো এবং ওপ্পো রেনো ৯ প্রো প্লাস- এই তিনটি ফোন। শোনা গিয়েছিল এই ফোনগুলি গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতেও লঞ্চ হবে। তবে এখন শোনা যাচ্ছে, ওপ্পো রেনো ৯ সিরিজ ভারতে লঞ্চ হবে না। তবে ওপ্পো রেনো ১০ সিরিজ (Oppo Reno 10 Series) বেশ তাড়াতাড়িই ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। যদিও জানুয়ারিতে এই স্মার্টফোন সিরিজের ভারতে লঞ্চের সেভাবে সম্ভাবনা নেই। শোনা যাচ্ছে, ফেব্রুয়ারি মাসের প্রথম ভাবে ওপ্পো রেনো ১০ সিরিজ ভারতে লঞ্চ হতে পারে। ফেব্রুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে এই ফোন ভারতে লঞ্চ হবে। সম্প্রতি অনলাইনে ওপ্পো রেনো ১০ প্রো প্লাস ৫জি ফোন প্রকাশ্যে এসেছিল। সেখানে দেখা গিয়েছে, এই ফোনে থাকতে পারে thin bezels ডিজাইন এবং ডিসপ্লের উপর একটি হোল-পাঞ্চ কাটআউট। সেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর লাগানো থাকবে। 


যদিও ওপ্পো সংস্থা এখনও ওপ্পো রেনো ১০ সিরিজের আনুষ্ঠানিক লঞ্চ প্রসঙ্গে কিছু ঘোষণা করেনি। এমনকি এই স্মার্টফোন সিরিজে কী কী ফোন থাকতে পারে সেই ব্যাপারেও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। অন্যদিকে ওপ্পো রেনো ১০ সিরিজের লঞ্চ প্রসঙ্গে আরও একটি তথ্যও পাওয়া গিয়েছে। সেখানে বলা হচ্ছে, চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের মাঝামাঝি সময়ে এই স্মার্টফোন সিরিজ ভারতের বাজারে লঞ্চ করবে। তবে এই প্রসঙ্গেও নিশ্চিত ভাবে কোনও তথ্য জানা যায়নি। ওপ্পো এনো ১০ প্রো প্লাস মডেল যেহেতু অনলাইনে প্রকাশ হয়েছে তাই এই ফোন আসন্ন স্মার্টফোন সিরিজে রয়েছে বলে অনুমান করা হচ্ছে। আর শোনা যাচ্ছে, এই ফোনে থাকতে পারে একটি পেরিস্কোপ জুম ক্যামেরা। এছাড়াও শোনা গিয়েছে এই ফোনে একটি পিল-শেপ অর্থাৎ ওষুধের ক্যাপস্যুলের মতো দেখতে ক্যামেরা মডিউল থাকতে পারে। 


ভারতে লঞ্চ হতে চলেছে পোকো এক্স৫ প্রো (Poco X5 Pro) স্মার্টফোন। তবে এখনও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, হয়তো জানুয়ারি মাসের শেষ দিকে পোকো কোম্পানির 'এক্স' সিরিজের এই ফোন লঞ্চ হতে পারে। বলা হচ্ছে, রেডমি নোট ১২ স্পিড এডিশনের (Redmi Note 12 Speed Edition) রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হতে চলেছে পোকো এক্স৫ ফোন। শোনা যাচ্ছে, এই ফোনে একটি স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর থাকতে পারে। তার সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত থাকতে পারে। এছাড়াও পোকো এক্স৫ প্রো ফোনে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি। শোনা যাচ্ছে, রেডমি নোট ১২ স্পিড এডিশনের সঙ্গে পোকো এক্স৫ প্রো মডেলের অনেক মিল থাকার সম্ভাবনা রয়েছে।


আরও পড়ুন- নতুন বছরে ভারতে আসছে পোকো-র নতুন ফোন, লঞ্চ হবে পোকো এক্স৫ প্রো, কী কী ফিচার থাকতে পারে?