কলকাতা: আগামী বছরের গোড়াতেই পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে। তার আগে দুর্নীতির অভিযোগে বিদ্ধ তৃণমূলকে লাগাতার আক্রমণ করে চলেছে বিরোধীরা। সেই আবহে এ বার খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্তব্যে ঘিরে চরমে উঠল তরজা। তিনি নন, টাটাকে (TATA) সিপিএম (CPM) তাড়িয়েছে বলে শোরগোল ফেলে দিয়েছেন তিনি। সেই নিয়ে মমতাকে তীব্র আক্রমণ করতে নেমে পড়েছেন বিরোধী শিবিরের নেতারা। তাঁকে 'মিথ্যেবাদী' বলেও কটাক্ষ করেছেন কেউ কেউ।


সিঙ্গুর মন্তব্য নিয়ে মমতাকে তীব্র কটাক্ষ সুজনের


বুধবার শিলিগুড়িতে দবের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে শিল্পায়নের প্রশ্নে সিঙ্গুর (Singur Movement) প্রসঙ্গের কথা উঠে আসে মমতার মুখে। তিনি বলেন, "কেউ কেউ বাজে কথা বলে বেড়াচ্ছেন যে আমি টাটাকে তাড়িয়ে দিয়েছি, এখন টাটা চাকরি দিচ্ছে। টাটাকে আমি তাড়াইনি। সিপিএম তাড়িয়েছে। আপনারা জোর করে জমি দখল করতে গিয়েছিলেন। আমরা জমি ফেরত দিয়েছি।" 


মমতা এই মন্তব্য করার পরই শোরগোল পড়ে গিয়েছে বাংলার রাজনীতিতে। একযোগে তাঁর বিরুদ্ধে সরব হয়েছে সিপিএম, বিজেপি, কংগ্রেস। সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) তীব্র কটাক্ষ করেন মমতাকে। তিনি বলেন, "মিথ্যায় একেবারে ডিলিট করেছেন, ঘটনাক্রমে তিনি বাংলার মুখ্যমন্ত্রী। উনি যেটা বলেননি এখনও, তা হল, সিঙ্গুর থেকে টাটাকে তাড়ানোর জন্য ধর্নায় বসেছিলেন বুদ্ধবাবু (Buddhadeb Bhattacharjee)। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেন, যাতে কোনও ভাবেই সিঙ্গুরে কারখানা গড়তে না পারে টাটা। তার জন্য বুদ্ধবাবুর নেতৃত্বে রাজ্যের বামপন্থীরা, সাধারণ মানুষ ভাঙচুর চালান।"


আরও পড়ুন: Mamata Banerjee: 'আমি নই, টাটাকে তাড়িয়েছে সিপিএম', শিলিগুড়িতে বললেন মমতা


সিঙ্গুর থেকে বিদায় নেওয়ার সময় টাটার স্বগতোক্তিও মমতাকে স্মরণ করিয়ে দেন সুজন। তিনি বলেন, "টাটা শুধু ভুল করে ফেলেছিল যে, 'কপালে বন্দুক ঠেকালে কী করব!' সেটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কেই বলেছিল, তা বোধহয় মনে নেই ওঁর। এত প্রখর স্মৃতিশক্তি, তাও মনে নেই। এত মিথ্যা কথা বলা কারও পক্ষে সমীচীন নয়, একজন মহিলার পক্ষে তো নয়ই, যিনি আবার রাজ্যের মুখ্যমন্ত্রী। বাংলার সর্বনাশ করেছেন উনি। বাংলার যুব সমাজের ভবিষ্যৎ ছিল টাটার ওই কারখানা।"


সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়েছে সিপিএম, দাবি মমতার


উল্লেখ্য, কংগ্রেস ছেড়ে বেরিয়ে তৃণমূল তৈরি করলেও, জননেত্রী হিসেবে মমতাকে বাংলার রাজনীতিতে প্রতিষ্ঠা দেয় সিঙ্গুর জমি আন্দোলনই। সেখানে টাটা সংস্থার ন্যানো গাড়ির কারখানা তৈরিকে কেন্দ্র করে যে অশান্তির আবহ তৈরি হয়, তাকে বৃহত্তর আন্দোলনের আকার দেন মমতাই। আর সেই আন্দোলনই তাঁকে পৌঁছে দেয় বাংলার মসনদে। তার জন্য যদিও বার বার আক্রমণের মুখে পড়তে হয়েছে তাঁকে। সিঙ্গুর পর্বের জন্যই বাংলায় শিল্পপতিরা বিনিয়োগে আগ্রহী হচ্ছেন না বলে দাবি করে থাকেন বিরোধীরা। সম্প্রতি যদিও টাটা-র সঙ্গে সেতুবন্ধনে প্রয়াসী হয়েছে মমতা।