করুণাময় সিংহ এবং বিজেন্দ্র সিংহ, মালদা: পঞ্চায়েত ভোটের আগে হুমকি-হুঁশিয়ারি অব্যাহত। এবার বিরোধীদের কোমরে দড়ি বেঁধে রাখার নির্দেশ দিলেন মালদার (Malda) জেলা তৃণমূল (TMC) সভাপতি। সিপিএম (CPIM)-কংগ্রেস (Congress)-বিজেপিকে (BJP) একযোগে আক্রমণ। সেপ্টেম্বর মাসে এই আব্দুর রহিম বক্সীই বিরোধীদের হাত-পা কাটার হুমকি দিয়েছিলেন। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।                           


কী বলেছেন বিধায়ক? 


আব্দুর রহিম বক্সী বলেন, "এই সিপিএম, যারা সমাজের বিষ। এই কংগ্রেস, যারা সমাজের শত্রু, এই বিজেপি, যারা মানুষকে বিভাজন করতে চায়। তারা সমাজের শত্রু, এদেরকে চিহ্নিত করুন। এরা গ্রামে আসলে, বিভ্রান্ত করলে কোমরে দড়ি দিয়ে বেঁধে রাখুন।"                                                  


বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিচ্ছেন, পঞ্চায়েত ভোট হবে শান্তিপূর্ণ। কিন্তু, তাঁরই দলের নেতারা কার্যত তাঁর এই স্পষ্ট বার্তা, বারবার প্রকাশ্যে অগ্রাহ্য করছেন।  কখনও মদন মিত্র, তো কখনও মালদার মালতিপুরের তৃণমূল বিধায়ক। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের বলেন, পঞ্চায়েত ভোট হবে নির্বিঘ্নে-শান্তিতে, যে যত বড় নেতাই যা বলুন না কেন।                                                   


আরও পড়ুন, ওএমআর শিটে শূন্য, অথচ সার্ভারে নম্বর বেশি! 'অযোগ্যদের' তালিকায় কারা কারা রয়েছেন?


তবে তাঁরই দলের মালদার তৃণমূল বিধায়কের গলায় কিন্তু আর যাই হোক শান্তির কোনও বার্তা নেই। আব্দুর রহিম বক্সী বলেন, "এদেরকে জিজ্ঞাসা করুন, তোমরা মানুষের স্বার্থে কী করেছ? কোমরে দড়ি দিয়ে বেঁধে রেখে জিজ্ঞাসা করতে হবে, তোমার সরকার ৩৪ বছরে কী করেছে? তোমার সরকার ৭৫ বছরে কী করেছে?" 


এদিকে, মালদার কংগ্রেসের কার্যকরী সভাপতি কালীসাধন রায় বলেন, "রাজ্য এবং কেন্দ্রে যারা ক্ষমতাসীন তাদের মধ্যে কুকথার প্রতিযোগিতা চলছে। হিংসা এবং বিদ্বেষ ছড়াচ্ছে আতঙ্ক ভীতি ও সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছে।" 


মালদার সিপিএম-এর জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, "৩৪ বছর উনি তো বামফ্রন্টে ছিলেন, উনি জানেন বামফ্রন্ট আমলে কী হয়েছে। নিজের স্বার্থসিদ্ধির জন্য তৃণমূলে গেছেন। এসব বড় বড় কথা নীতিহীন লোকেদের মুখে মানায় না।" 


গত সেপ্টেম্বর মাসে, বিরোধীদের হাত-পা কেটে নেওয়ার হুমকি দিয়েছিলেন মালতিপুরের এই তৃণমূল বিধায়কই। দলীয় বৈঠক থেকে সাংবাদিক বৈঠক, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বারবার নির্বিঘ্নে ভোটের আশ্বাস দিলেনও, তৃণমূল নেতাদের একাংশ কেন লাগাতার বেসুরে গাইছেন? জল্পনা চরমে।