হিন্দোল দে, কলকাতা: ময়দান স্টেশনে (Maidan Metro Station) মেট্রোর ডাউন লাইনে ফাটল। এমজি রোড থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল (Metro Service Disruptio) বন্ধ। গিরীশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে মেট্রো। নিউ গড়িয়া থেকে টালিগঞ্জ পর্যন্ত চলছে মেট্রো। মেরামতির কাজ চলছে, তবে কতক্ষণে পরিষেবা স্বাভাবিক হবে বলা যাচ্ছে না।


কী পরিস্থিতি?
নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত, গোটা লাইনটা বন্ধ নয়। বিকেল ৪টে নাগাদ ময়দান মেট্রো স্টেশনের ডাউন লাইনে ফাটলটি নজরে আসে। তখনই মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন যে এই ভাবে পরিষেবা দেওয়া যাবে না। তবে গোটা পরিষেবা তাঁরা বন্ধ করেননি। ফাটলের অংশটি মেরামতির পাশাপাশই নিউ গড়িয়া থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রাখা হয়েছে। অন্য দিকে গিরীশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্তও মেট্রো চলবে। কিন্তু যে অংশে মেট্রো চলাচল বন্ধ রয়েছে, সেখানে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। অনেকেই জানতেন না যে এমজি রোড থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ। ফলে নাকাল হতে হয় তাঁদের, ভরসা করতে হয় বাসে। পরিষেবা কখন স্বাভাবিক হবে, তা নিয়ে কোনও স্পষ্ট কিছু বার্তা দিতে পারেননি মেট্রো কর্তৃপক্ষ।  

বার বার বিঘ্নিত পরিষেবা...
গত মাসের শেষ দিকে কলকাতা মেট্রো লাইনে ঝাঁপ দেওয়ার জেরে বিঘ্নিত হয় পরিষেবা। কালীঘাট মেট্রো স্টেশনে ঘটনাটি ঘটে যার জেরে অফিস টাইমে ব্যাহত হয় পরিষেবা। কালীঘাট স্টেশনে পঞ্চাশোর্ধ এক ব্যক্তি ঝাঁপ দেওয়ায় ধাক্কা খায় মেট্রো চলাচল। তবে মাঝে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত এবং কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল করে। মেট্রো সূত্রে খবর মেলে, সকাল ১০ টা ২০ নাগাদ মেট্রোয় ঝাঁপ দেন এক ব্যক্তি। বয়স আনুমানিক পঞ্চাশের ওপরে।  মাঝে মেট্রো পরিষেবা ঘণ্টাখানেকের জন্য ব্যাহত হলেও বেলা ১১ টা ২০ মিনিট থেকে আপ ও ডাউন, মেট্রোর দুই লাইনেই পরিষেবা ফের স্বাভাবিক হয়। অফিস টাইমের ব্যস্ত সময়ে এই ঘটনার জেরে চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। মেট্রো পরিষবা ব্যাহত হওয়ার জের পড়ে রাস্তাতেও। বাস-ট্রামে যে সময় দেখা যায় বাদুড়ঝোলা ভিড়। গত বছরের জুলাই মাসে জোড়া দুর্ঘটনা ঘটেছিল। যার একটি ছিল কালীঘাট মেট্রো স্টেশনেই। সেবার লাইনে ঝাঁপ দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা করেছিলেন। সকাল সাড়ে ১০টা নাগাদ কবি সুভাষগামী মেট্রোর লাইনে ঝাঁপ দিয়েছিলেন ওই ব্যক্তি। আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হয়নি। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছিল। সেবারও সকালের ব্যস্ত সময়ে ওই লাইনে অনেকটা সময় বন্ধ ছিল মেট্রো পরিষেবা। যার জেরে চূড়ান্ত ভোগান্তির শিকার হয়েছিলেন অফিস যাত্রীরা।           


আরও পড়ুন:শেষপাতে সুস্বাদু ডেজার্ট, আম দিয়ে চটজলদি বাড়িতেই তৈরি আইসক্রিম