ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শুরু হওয়ার পর, প্রথম দিন থেকেই সামনে এসেছে হিংসার খবর। কখনও বিরোধীদের সঙ্গে শাসক দলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। কখনও বিরোধীদের মনোনয়ন পত্র তুলতে ও জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। কখনও আবার তৃণমূলের অন্তর্দ্বন্দ্বও সামনে এসেছে। বীরভূমের লাভপুরেও তেমনই ঘটনা সামনে আসে। লাভপুরে দুই বিজেপি প্রার্থীকে মারধর, মণ্ডল সহ সভাপতিকে মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। এই আবহে শান্তির বার্তা দিয়ে মাইক হাতে পথে নামলেন খোদ তৃণমূল বিধায়ক।
দলীয় কর্মীদের শান্ত থাকার বার্তা দিয়ে পথে নেমেছেন লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ। মাইক হাতে ওই এলাকায় ঘুরে ঘুরে প্রচার সারেন লাভপুরের বিধায়ক। দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বার্তা দেন যে বিরোধীদের যেন মনোনয়ন পত্র জমা দিতে দেওয়া হয়। বিধায়কের মন্তব্য, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্দেশ দিয়েছেন যাতে শান্তিপূর্ণ ভাবে পঞ্চায়েত নির্বাচন হয়। বিরোধীদের বাধা না দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। তাই দলীয় নির্দেশের বিরুদ্ধে গিয়ে ঝামেলা করা যাবে না বলে মন্তব্য বিধায়কের। দলীয় কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, বিরোধীদের মনোনয়ন জমা দিতে দিন। গন্ডগোল করলে তার দায় দল নেবে না। গতকাল মনোনয়ন জমা দিতে আসার সময়, লাভপুরের জামনা অঞ্চলের বিজেপির মণ্ডল সহ সভাপতি সোমনাথ মণ্ডল-সহ ৩ জনকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় ৩ তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে লাভপুর থানার পুলিশ।
শুধু লাভপুর নয়, অশান্তির ঘটনা ঘটেছে বিভিন্ন জেলায়। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শুরু হওয়ার পর থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদ। মনোনয়ন-পর্বের প্রথম দিন খড়গ্রামে কংগ্রেস কর্মী খুন হন। দ্বিতীয় দিনে ডোমকলে অস্ত্র নিয়ে তৃণমূল নেতার দাপাদাপি দেখা যায়। ডোমকলেই মনোনয়ন ঘিরে সিপিএম ও তৃণমূলের মধ্যে খণ্ডযুদ্ধের ছবিও দেখা যায়। তারপর সেই মুর্শিদাবাদ জেলার দুই জায়গা থেকে উদ্ধার হয়েছে বোমা। ভাঙড় থেকেও বোমা উদ্ধার হয়েছে। কোচবিহারে গুলি চলার ঘটনা ঘটেছে। মালদায় তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ছবি সামনে এসেছে। বারবার জেলায় জেলায় অশান্তির ঘটনায় পঞ্চায়েত ভোট নির্বিঘ্নে হবে কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধীরা।
আরও পড়ুন: ঘন-লম্বা চুল পেতে বাড়িতেই করুন পরিচর্যা, চুলের যত্নে ব্যবহার করতে পারেন এই পাঁচ উপকরণ