কলকাতা: যেন গানের সুরে প্রেমের গল্প। বড়পর্দায় এবার আসছে বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) ও শোলাঙ্কি রায় (Sholanki Roy)-র নতুন ছবি 'শহরের উষ্ণতম দিনে' (Sohorer Ushnotomo Dine)। চলতি মাসের শেষে অর্থাৎ ৩০ তারিখই বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।
এই ছবিতে শোলাঙ্কির চরিত্রের নাম অনিন্দিতা। ২৮ বছরের একজন ঝলমলে রেডিও জকি সে। সোশ্যাল মিডিয়ায় নিজের লুক শেয়ার করে শোলাঙ্কি লিখেছিলেন, 'আত্মবিশ্বাসী অনিন্দিতা চেয়েছিল বিদেশে পড়তে যেতে, সম্ভব হয়নি তা! কলকাতার প্রতি অদম্য ভালোবাসা কোথাও আটকে রাখে তাকে। পুরনো প্রেম, বন্ধুত্ব গুলো বরাবর তার কাছে খুব দামি।'
অন্যদিকে এই ছবিতে বিক্রমের চরিত্রের নাম ঋতবান। ২৮ বছর বয়সের একজন ফটোগ্রাফার সে। পি এইচ ডি স্কলারও। নিজের চরিত্র নিয়ে বিক্রম লিখেছিলেন, 'বিদেশে ৫ বছর কাটিয়ে ঋতবাণ ফেলে আসা পুরনো বন্ধুত্ব, প্রেম ফিরে পেতে আর নতুনভাবে নিজের জীবনকে গুছিয়ে নিতে ফিরে আসে কলকাতায়!'
এই ছবিতে রয়েছেন অনামিকা চক্রবর্তীও। সোশ্যাল মিডিয়ায় নিজের লুক ও চরিত্র সম্পর্কে কয়েকটি কথা শেয়ার করে নিয়েছিলেন তিনিও। এই ছবিতে অনিন্দিতার চরিত্রের নাম ক্রিস্টিন। কর্পোরেটে কাজ করেন ২৮ বছরের ক্রিস্টিন। নিজের লুক শেয়ার করে অনামিকা লিখেছিলেন, 'ক্রিস্টিন একজন বিশ্বাসযোগ্য বন্ধু। নিজের জীবনকে নতুনভাবে গুছিয়ে নিতে কলকাতা ছেড়ে পাড়ি দিতে চায় বিদেশে।'
এই ছবিতে আরও প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, দেবপ্রিয় মুখোপাধ্যায়, অনামিকা চক্রবর্তী, রাহুল দেব বোস, অনিন্দ্য চট্টোপাধ্যায়। ছবিতে গান গেয়েছেন তিমির বিশ্বাস, লগ্নজিতা চক্রবর্তী, অর্নব দাস। ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সঙ্গীত পরিচালক নবারুন বোস ও সিনেমাটোগ্রাফি করেছেন বাসুদেব চক্রবর্তী।
ছোটপর্দার দর্শকদের কাছে বেশ জনপ্রিয় বিক্রম-শোলাঙ্কি জুটি। স্টার জলসার ‘ইচ্ছে নদী’ (Ichche Nodee) ধারাবাহিকে দেখা গিয়েছিল দু’জনকে। ২০১৫ সালে শুরু হয়েছিল ধারাবাহিকটি। শেষ হয় ২০১৭ সালের ২৮ মে। এই সময়ের মধ্যে বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে অনুরাগ ও মেঘলা হিসেবে দারুণ জনপ্রিয়তা পান বিক্রম-শোলাঙ্কি।