প্রকাশ সিনহা, রুমা পাল, কলকাতা: জোড়াসাঁকো (Jorasanko), হাওড়া (Howrah) ও নদিয়ায় (Nadia) তিন জায়গায় হানা দিয়ে ২ কোটি টাকার বেশি মূল্যের সোনা (Gold) উদ্ধার করল শুল্ক বিভাগ (Customs)।


আজ সকালে হাওড়া স্টেশনের (Howrah Station) কাছে এক স্কুটার চালকের থেকে ১০টি সোনার বার উদ্ধার করেন শুল্ক বিভাগের আধিকারিকরা। শুল্ক বিভাগ সূত্রে খবর, উদ্ধার হওয়া সোনার মূল্য আনুমানিক ৬০ লক্ষ টাকা।


শুল্ক বিভাগ সূত্রে আরও জানা গিয়েছে, জোড়াসাঁকোয় নলিনী শেঠ রোডে এক বাড়িতে হানা দিয়ে উদ্ধার করা হয় প্রায় ৫১ লক্ষ টাকা মূল্যের সোনা। ঘটনাস্থল থেকে আটক করা হয় তিনজনকে।


এর পাশাপাশি নদিয়ার কানাইখালি বাসস্ট্যান্ডে এক ব্যক্তির কাছ থেকে আনুমানিক ৯৩ লক্ষ টাকা মূল্যের সোনার ১৫টি বিস্কুট উদ্ধার করেছে শুল্ক বিভাগ ও সীমান্তরক্ষী বাহিনী।


রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সোনা উদ্ধারের ঘটনা নতুন নয়। গত মাসেই কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার হয় ১ কেজি ৬০০ গ্রাম সোনা। যার বাজারমূল্য আনুমানিক ৬৬ লক্ষ টাকা বলে জানিয়েছে শুল্ক দফতর। 


দুবাই ফেরত দুই যাত্রী অভিনব কায়দায় সোনা উদ্ধারের চেষ্টা করছিলেন বলে জানা গিয়েছে। জিন্সের প্যান্টের খোপে প্লাস্টিকের মোড়কে সেলাই করে রাখা ছিল প্লাস্টিকে মোড়া পেস্ট। যা আসলে সোনা। শুল্ক দফতরের অফিসাররা তা টেনে বের করতেই উদ্ধার হয় দেড় কেজিরও বেশি সোনা।


কয়েকদিন আগেই মুর্শিদাবাদের ভগবানগোলায় পাচারের আগেই উদ্ধার করা হয় সোনার বিস্কুট। ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ৯টি সোনার বিস্কুট উদ্ধার করে বিসিপিইউ। ভাগীরথী সংলগ্ন এলাকা থেকে সোনা পাচারের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। 


এক আগে উত্তর ২৪ পরগনার বারাসাত স্টেশনে শিয়ালদাগামী লোকাল ট্রেনের কামরা থেকে উদ্ধার করা হয় ৮টি সোনার বিস্কুট। যার বাজার মূল্য ৪৫ লক্ষ ৯০ হাজার টাকা। দুই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে, উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশে পাচারের সময় ডানকুনি প্লাজার কাছে শুল্ক দফতরের হাতে আটক হয় ফেন্সিডিল বোঝাই ট্রাক।