ময়ুখঠাকুর চক্রবর্তী, কলকাতা: বাড়িতে এসি খারাপ? সারাইয়ের জন্য টেকনিশান খুঁজে পাচ্ছেন না? ইন্টারনেট থেকে টেকনিশায়ানের খোঁজ করছেন? তবে সাবধান হোন। আপনার অ্য়াকাউন্ট থেকে গায়েব হয়ে যেতে পারে বিপুল পরিমাণ টাকা।
এমনই ঘটনা ঘটেছে বিরাটির বাসিন্দা পেশায় সিভিল ইঞ্জিনিয়ার অভিষেক দাসের সঙ্গে। গরমে বাড়ির AC তো সার্ভিসিং করান সকলেই। কিন্তু জানেন কি সেখানেও পাতা রয়েছে প্রতারণার ফাঁদ? মাসখানেক আগে, বিরাটির বাসিন্দা, সিভিল ইঞ্জিনিয়ার অভিষেক দাসের বাড়ির এসি খারাপ হয়। AC সারাইয়ের জন্য ইন্টারনেট থেকে AC সার্ভিস সেন্টারের ফোন নম্বর খুঁজতে গিয়েই বাধে বিপত্তি! ইন্টারনেট থেকে একটি AC সার্ভিস সেন্টারের ফোন নম্বর পান। সেখানে ফোন করে টেকশিয়ান বুক করেন।
বুক করার কিছুক্ষণের মধ্য়েই অন্য অজানা ফোন নম্বর থেকে ফোন আসে অভিষেক দাসের কাছে। টেকনিশিয়ান পাঠানোর জন্য শেয়ার করতে বলা হয় লাইভ লোকেশন। লাইভ লোকেশন শেয়ার করতেই তিনি দেখেন অ্য়াকাউন্ট থেকে গায়েব বিপুল অঙ্কের টাকা। অভিযোগকারী জানান, 'প্রথমবার আমি নম্বর পেয়ে ফোন করেছিলাম। তখন বলল হ্য়াঁ আমাদের AC সার্ভিসিং করানো হয়। বলল আপনি কবের মধ্য়ে AC সার্ভিসিং করতে চাইছেন? আমি বললাম যত দ্রুত সম্ভব। দ্বিতীয় যে ফোনটা আসে আমাকে লাইভ লোকেশন শেয়ার করতে বলে। আমি লাইভ লোকেশন শেয়ার করার পর ফোন রাখার আধঘণ্টার মধ্য়ে ৯ টা ট্রানজাকশানের মাধ্যমে আমার প্রচুর টাকা বেরিয়ে যায়।'
এরপরই বিরাটির বাসিন্দা অভিষেক দাস এয়ারপোর্ট থানা ও বিধাননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে প্রতারণার জাল উত্তরপ্রদেশে। সেই মতো অভিযান চালিয়ে বুধবার উত্তরপ্রদেশের ইটাওয়া থেকে দীপাংশু শ্রীবাস্তব নামে এক ব্য়ক্তিকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানার পুলিশ। অভিযুক্তকে জেরা করে এই জালিয়াতি কতদূর তা জানতে চেষ্টা চালাচ্ছে তদন্তকারীরা।
সাইবার অপরাধের নানা ফাঁদে পা দিয়ে একের পর এক মানুষ হচ্ছেন নিঃস্ব। কীভাবে কোন দিক থেকে যে সাইবার অপরাধীরা আপনার অ্যাকাউন্টে সিঁধ কাটবে, তা বুঝে উঠে যাচ্ছে না অনেক সময়ই। কীভাবে লাইভ লোকেশন থেকে কারও অ্যাকাউন্ট অ্যাকসেস করে ফেলল সাইবার অপরাধীরা, তা এখনও স্পষ্ট নয়। তবে এদের প্রতারণার জাল যে অনেক দূর ছড়ানো , তা বুঝতে বাকি নেই।