রঞ্জিত সাউ, বিধাননগর : এবার সাইবার প্রতারণার (Cyber Fraud) শিকার রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তার ছেলে (Former Police Officer's Son) ! ঝাড়খণ্ডে (Jharkhand) হানা দিয়ে মূল অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ (Bidhannagar Cyber Crime PS)।
পুলিশ সূত্রে খবর, রাজ্যের প্রাক্তন এক ডিজিপির ছেলে সম্প্রতি বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে, তিনি দীর্ঘ পাঁচ বছর ধরে জাস্ট মানি বাই নাও পে লেটার নামের একটি অনলাইন শপিং লোন অ্যাপের গ্রাহক ছিলেন। ১ ফেব্রুয়ারি তাঁর কাছে একটি নম্বর থেকে ফোন আসে। ওই সংস্থার কর্মী পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁকে ফোন করেন। তিনি জানান, তাঁর সিভিল স্কোর আপডেট করতে হবে। এ জন্য অনলাইনে একটি ফর্ম ফিলআপ করতে হবে। হোয়াটসঅ্যাপে যে নম্বর থেকে তাঁকে সেই ফর্ম লিঙ্ক পাঠানো হয়, সেই হোয়াটসঅ্যাপে ওই সংস্থার লোগো ব্যবহার করা হচ্ছিল বলে তিনি অভিযোগে জানান।
সেই লিঙ্কে প্রবেশ করে প্রাক্তন ডিজিপির ছেলে ফর্ম ফিলআপ করেন। এরপরই তিনি সংস্থার তরফে একটি মেল পান। সেখানে তিনি জানতে পারেন, তাঁর নামে অনলাইনে বেশ কিছু শপিং করা হয়েছে, যার মূল্য ১ লক্ষ ২১ হাজার ৫৮৬ টাকা। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে তিনি বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে, ঝাড়খণ্ডের একটি গ্যাং এই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত। এরপরই ঝাড়খণ্ডে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ঝাড়খণ্ডের বোকারো জেলা থেকে অজয় কুমার মাহাতো নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে চারটি মোবাইল ফোন, পেটিএম ডেবিট কার্ড আধার কার্ড, প্যান কার্ড একটি সাউন্ড বার এবং একটি এলইডি স্মার্ট টিভি উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, এই সংস্থার নাম করে বিভিন্ন ব্যক্তিকে ফোন করত এই প্রতারণা চক্র এবং তাদের থেকে এই সংস্থার অ্যাপের যে ডিটেলস তা সংগ্রহ করে অন্যের নামে প্রোডাক্ট ক্রয় করত প্রতারণা চক্রটি। অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়েছে। আজ বিধাননগর আদালতে তোলা হবে। এই চক্রের আরও যারা যুক্ত, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
আরও পড়ুন ; আপনার প্যান কার্ডেও জালিয়াতি হতে পারে ! কীভাবে বুঝবেন ?