নয়াদিল্লি : বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর জেরে ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়াদফতর। এই ঘূর্ণাবর্তের প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে  তৈরি হতে পারে প্রবল ঘূর্ণিঝড়। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) এই সতর্কবার্তা জারি করেছে। ২১ অক্টোবর থেকে ঝড়ের আশঙ্কা তীব্রতর হবে। আবহাওয়া দফতর সতর্ক করেছে স্থানীয় বন্দর কর্তৃপক্ষকে। এর ফলে ২৩ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে।

Continues below advertisement

আবহাওয়া দফতর জানাচ্ছে, নিকোবর দ্বীপপুঞ্জের এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। মোটামুটি ৭-১১ সেমি মতো।  এই দুর্যোগ চলতে পারে তিন দিন ব্যাপী। ২১, ২২ এবং ২৩ অক্টোবর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের এক বা দুটি জায়গায় ঝোড়ো হাওয়া বইবে। ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে বইবে হাওয়া। বজ্রপাতের আশঙ্কাও করা হচ্ছে। আইএমডি সূত্রে খবর, ২৪ এবং ২৫ অক্টোবর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের এক বা দুটি জায়গায় ঝোড়ো হাওয়া (৪০-৫০ কিমি/ঘণ্টা) বইতে পারে, প্রবল বজ্রপাত হতে পারে।  

২২ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত আন্দামান সাগরে ঝোড়ো হাওয়া বইতে পারে।   বাতাসের গতিবেগ হবে ৩৫-৪৫ কিলোমিটার থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা মতো। আগামী পাঁচ দিন সমুদ্র থাকবে উত্তাল।   জেলেদের ২৪ অক্টোবর পর্যন্ত আন্দামান সাগর এবং আন্দামান ও নিকোবর উপকূলে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে পর্যটকদেরও সতর্ক করা হয়েছে। সমুদ্রের জলে যেসব ওয়াটার স্পোর্টস করা হয়, সেখানে বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে।  

Continues below advertisement

বাংলার আবহাওয়া 

এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে,  কালীপুজো , দীপাবলি এবং ভাইফোঁটাতে ঝলমলে আকাশ থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। সকালে সামান্য কুয়াশা আর ধোঁয়াশা হতে পারে দু এক জায়গায়। মূলত পার্বত্য এবং উপকূল সংলগ্ন জেলাতে এই সম্ভাবনা বেশি। বাকি সব জেলাতেই ঝলমলে আকাশ। 

শনি ও রবিবার ফের বাংলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। ২৫ অক্টোবর, শনিবার উপকূলের জেলাতে মেঘলা আকাশ; বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। থাকবে বজ্রপাতের আশঙ্কাও। আংশিক মেঘলা আকাশ হতে পারে অন্যান্য জেলাতেও। দক্ষিণা বাতাস ও পশ্চিমী হাওয়ার সংস্পর্শে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। 

অন্যদিকে, দক্ষিণ- পূর্ব আরব সাগর এবং লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকায় সুস্পষ্ট হয়েছে নিম্নচাপ। এই সিস্টেম গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। গভীর নিম্নচাপ এলাকা আগামী ২৪ ঘন্টায় তৈরি হতে পারে লাক্ষাদ্বীপ সংলগ্ন কর্ণাটক ও কেরল উপকূলের এলাকায়। দক্ষিণ-পূর্ব আরব সাগর; লাক্ষাদ্বীপ এবং কেরল কর্ণাটক উপকূলে এর প্রভাব পড়তে পারে। এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েআরো শক্তিশালী হতে পারে। বলে অনুমান আবহবিদদের।