কলকাতা : বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'দানা'। মোকাবিলায় এখন থেকেই চূড়ান্ত তৎপরতা সর্বত্র। ট্রেন চলাচলেও ব্যাঘাত ঘটতে চলেছে। যা নিয়ে চিন্তায় নিত্যযাত্রী-সহ সাধারণ যাত্রীরা। শিয়ালদা ডিভিশনে ট্রেন চলাচল কী হতে চলেছে তা নিয়ে নানা প্রশ্ন দানা বেঁধেছে যাত্রীদের মধ্যে। এই পরিস্থিতিতে পূর্ব রেলের অধীন শিয়ালদা ডিভিশনের ট্রেন চলাচলের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা খোলসা করে দিলেন কর্তৃপক্ষ।


জানানো হয়েছে, আগামী ২৪ অক্টোবর শিয়ালদা ডিভিশনে লোকাল ট্রেনে কিছু পরিবর্তন আনা হচ্ছে। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই যখন এই দানা ঘূর্ণিঝড় এসে পড়ার সম্ভাবনা রয়েছে সেইসময় ট্র্যাকে কোনও ট্রেন চলাচল চাইছে না তারা । এরজন্য কিছু ট্রেন নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং কিছু শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখা হচ্ছে। এমন নয় শিয়ালদার পুরো ডিভিশনে ট্রেন চলাচল বন্ধ হচ্ছে, একথা সত্যি নয়। শিয়ালদা কিছু কিছু শাখায় ট্রেন চলাচল রাত ৮টা থেকে পরের দিন সকাল অর্থাৎ ২৫ তারিখ সকাল ১০টা পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে। তার মানে, শিয়ালদা ডিভিশনের সমস্ত ট্রেন রাত ৮টার পরে ছাড়বে না, এমন নয়। 


কী রকম হতে চলেছে ট্রেনের সময়সূচি ?



  • শিয়ালদা-নামখানা লোকাল সন্ধে ৬.৫৫ মিনিটে শেষ ছেড়ে যাবে।

  • শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর লোকাল সন্ধে ৭.৩৬ মিনিটে ছেড়ে যাবে।

  • শিয়ালদা-ডায়মন্ড হারবার লোকাল সন্ধে ৭.৪৫ মিনিটে যাবে (এগুলো সব শেষ ট্রেন)।

  • শিয়ালদা-ক্যানিং শেষ ট্রেন সন্ধে ৭.৩০ মিনিটে।

  • শিয়ালদা-বারুইপুর যাওয়ার শেষ ট্রেন সন্ধে ৮টায়।

  • শিয়ালদা থেকে বালিগঞ্জ হয়ে বজবজ যাওয়ার শেষ ট্রেন রাত ৮টায় ছাড়বে।

  • শিয়ালদা থেকে সোনারপুর যাওয়ার শেষ ট্রেন সন্ধে ৬.৩০ মিনিটে।

  • শিয়ালদা-হাসনাবাদ শেষ ট্রেন সন্ধে ৭.৩০ মিনিটে ছাড়বে।


এই ট্রেনগুলি ছাড়া, বাকি নৈহাটি ও বনগাঁ শাখার ট্রেন চলাচল স্বাভাবিক থাকছে। সেখানে রাতে যে ট্রেন চলে সেই ট্রেনই চলবে। কোনও পরিবর্তন হচ্ছে না। নৈহাটি, কল্যাণী, রাণাঘাট বা অন্যান্য যে শাখায় ট্রেনগুলি চলে, এই ট্রেনগুলি ছাড়া সেইসব ট্রেনের সময়সীমায় কোনও পরিবর্তন হচ্ছে না। 


বিভিন্ন স্টেশন থেকে শিয়ালদামুখী যে ট্রেনগুলি আসে সেগুলির সময়সূচি দেখে নিন একনজরে-



  • নামখানা-শিয়ালদা শেষ ট্রেন হবে বিকাল ৫.৩৫ মিনিটে

  • লক্ষ্মীকান্তপুর-শিয়ালদা শেষ ট্রেন সন্ধে ৬.৪০ মিনিটে

  • ডায়মন্ডহারবার-শিয়ালদা শেষ ট্রেন সন্ধে ৬.৩২ মিনিটে

  • ক্যানিং-শিয়ালদা শেষ ট্রেন সন্ধে ৬.৪৫ মিনিটে

  • বারুইপুর-শিয়ালদা শেষ ট্রেন রাত ৮.২৫ মিনিটে

  • বজবজ-শিয়ালদা শেষ ট্রেন রাত ৮.৫৩ মিনিটে

  • সোনারপুর-শিয়ালদা শেষ ট্রেন সন্ধে ৬.০৪ মিনিটে

  • হাসনাবাদ-শিয়ালদা শেষ ট্রেন সন্ধে ৬.৫৩ মিনিটে (এগুলি ২৪ তারিখ রাতের জন্য প্রযোজ্য এবং বন্ধ থাকবে ২৫ তারিখ সকাল ১০টা পর্যন্ত)।