কলকাতা: সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভীক দে-র বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগের 'প্রমাণ'। থ্রেট কালচারে অভিযুক্ত অভীকের বিরুদ্ধে ৩২টি অভিযোগ! 'পোস্ট গ্রাজুয়েট ট্রেনি হিসেবে SSKM-এ অভীকের জয়েনিংয়েও বেনিয়ম ! গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে কাজ না করেই বিশেষ কোটায় SSKM-এ পোস্ট গ্রাজুয়েট ট্রেনি হিসেবে যোগ। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি হিসেবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেননি অভীক।


বেআইনি ভাবে হস্টেলে গিয়ে জুনিয়রদের ভয় দেখানোর প্রমাণ মিলেছে অভীকের বিরুদ্ধে। রাজ্যজুড়ে বিভিন্ন মেডিক্যাল কলেজে থ্রেট কালচারে অভিযুক্ত অভীক। পরীক্ষা ও নম্বর গরমিলেও হস্তক্ষেপ করেছেন সন্দীপ ঘোষ-ঘনিষ্ঠ অভীক। আর জি কর কাণ্ডের পর ১১ অগাস্ট বর্ধমান মেডিক্যালে গভীর রাতে জুনিয়রদের সঙ্গে বৈঠক করেন অভীক', অভীক দে-র বিরুদ্ধে স্বাস্থ্য ভবনের ৪ সদস্যের তদন্ত কমিটির রিপোর্টে উল্লেখ।


 আর জি কর মেডিক্যালের সেমিনার রুম বিতর্কে নাম জড়ানো অভীক দে-র বিরুদ্ধে সম্প্রতি বিক্ষোভ হয় বর্ধমান মেডিক্যালেও। 'এখনও 'থ্রেট কালচার' চালিয়ে যাচ্ছেন অভীক দে-র অনুগামীরা', অভিযোগ তুলে বর্ধমান মেডিক্যালে বিক্ষোভে নামে চিকিৎসক পড়ুয়াদের একাংশ। জেনারেল বডির মিটিংয়ে পড়ুয়াদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। মেডিক্যাল কলেজের অধ্যক্ষর কাছে ডেপুটেশনও দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। 


আর জি কর-কাণ্ডে সুপ্রিম কোর্টে আগেই পুলিশের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ তোলা হয়েছিল CBI-এর তরফে। সেই তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগেই টালা থানার OC-কে গ্রেফতার করেছিল CBI.কোনও তথ্য় প্রমাণ লোপাট হয়নি। সঠিক পথে তদন্ত হয়েছে। আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে প্রশ্নের মুখে পড়ার পর বারবার এই দাবি করেছিল কলকাতা পুলিশ। তথ্য় প্রমাণ লোপাটের অভিযোগ খারিজ করে সিবিআই-এর দিকে কার্যত চ্য়ালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন পুলিশ কমিশনার। এই আবহেই অবশেষে তথ্য় প্রমাণ লোপাটের অভিযোগে টালা থানার OC অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছিল CBI।


আরও পড়ুন, আসছে ঘূর্ণিঝড় 'দানা', বিশেষ ব্যবস্থা শিয়ালদা ও হাওড়া শাখায়, ট্রেন চলাচল কি চালু থাকবে ?


আর্থিক দুর্নীতি মামলায় ইতিমধ্য়েই গ্রেফতার করা হয়েছে আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষকে। তারপর চিকিৎসকের ধর্ষণ-খুন মামলাতেও তাঁকে গ্রেফতার করে সিবিআই। তাঁর গ্রেফতারির খবর স্বাস্থ্য় ভবনের বাইরে ধর্নামঞ্চে পৌঁছতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা।


 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।