কলকাতা: ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হল অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'-র। রাত সাড়ে ১১টা নাগাদ শুরু ল্যান্ডফলের প্রক্রিয়া। পারাদ্বীপ থেকে 'দানা'র দূরত্ব ৫০ কিমি, ধামারা থেকে ৪০ কিমি দূরে। 


শুরু ল্যান্ডফলের প্রক্রিয়া: পূর্বাভাস ছিল বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোরের মধ্যে ল্যান্ডফল শুরু হবে। সেই মতো এদিন রাত সাড়ে ১১টা নাগাদ শুরু হয় ল্যান্ডফল প্রক্রিয়া। সাগরদ্বীপ থেকে ১৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে 'দানা'। সর্বোচ্চ ১২০ কিমি বেগে ভিতরকণিকা ও ধামার মাঝে ল্যান্ডফলের আশঙ্কা। ৪ ঘণ্টা ধরে অর্থাৎ শুক্রবার সকাল পর্যন্ত চলবে এই ল্যান্ডফল প্রক্রিয়া। যত সময় এগোচ্ছে ততই উত্তাল হচ্ছে সমুদ্র। 


দানার হানার মোকাবিলায় সতর্ক রেল থেকে বিমান। আগেই ট্রেনের চাকায় শিকল পড়েছিল। আর পরিস্থিতি ভয়ঙ্কর হওয়ার আশঙ্কায় ১৪ ঘণ্টার জন্য শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা অবধি বন্ধ থাকছে লোকাল ট্রেন। শিয়ালদা দক্ষিণ শাখায় বাতিল করা হয়েছে ১৯০ টি লোকাল ট্রেন। শিয়ালদার পাশাপাশি শুক্রবার ভোর ৪টে থেকে সকাল ১০ টা পুর্যন্ত হাওড়ার পূর্ব শাখায় ৬৮ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

লোকাল ট্রেনের পাশপাশি দুর্যোগ থেকে বাঁচতে একগুচ্ছ দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার, হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস, হাওড়া-ভুবনেশ্বর জন শতাব্দী, হাওড়া-ভদ্রক বাঘাযতীন এক্সপ্রেস, শালিমার-পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস, হাওড়া-পুরী সুপার ফাস্ট এক্সপ্রেস, হাওড়া-বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস, হাওড়া-চেন্নাই সেন্ট্রাল মেল, কলকাতা-পুরী স্পেশাল এক্সপ্রেস, দিঘা-হাওড়া কান্ডারি এক্সপ্রেস। শুক্রবার হাওড়া থেকে দিঘাগামী ২টি ট্রেন ও দিঘা থেকে হাওড়া আসার একটি ট্রেনও বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড় দানার জেরে কলকাতা বিমানবন্দরে ১৫ ঘণ্টা বন্ধ থাকছে উড়ান পরিষেবা। বৃহস্পতিবার সন্ধে ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ রাখা হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ৩০৯টি বিমান বাতিল করা হয়েছে।


ঘূর্ণিঝড় দানার জেরে ওড়িশায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বাবুঘাটের বাস টার্মিনাসে পুরীগামী প্রায় সব বাসই যাত্রী শূন্য। ধর্মতলা বাস টার্মনাসে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহরণ সংস্থার দিঘাগামী বাস চলাচলও পুরোপুরি বন্ধ। দুর্যোগের আশঙ্কায় কলকাতা সহ বিভিন্ন জায়গায় ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, বাসন্তী ও ক্যানিংয়ের একাংশে বন্ধ ফেরি চলাচল। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, নৈহাটি, হাসনাবাদে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বন্ধ ভেসেল পরিষেবাও। মানুষকে সতর্ক করতে ফেরিঘাটগুলিতে লাগাতার মাইকে প্রচার করেন ফেরিঘাট কর্মীরা। ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। হুগলির উত্তরপাড়া থেকে বলাগড় পর্যন্তও। দুর্যোগের মাঝে বিপদ এড়াতে পূর্ব মেদিনীপুরের হলদিয়া নন্দীগ্রামেও বন্ধ রাখা হয় ফেরি চলাচল।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Cyclone Dana Update: ধেয়ে আসছে আরও একটা ঘূর্ণিঝড়, চট-প্লাস্টিক নিয়ে বাঁধ মেরামতিতে গ্রামের মহিলারা