সন্দীপ সরকার, হিন্দোল দে, রুমা পাল, দিঘা, বকখালি, কলকাতা:জওয়াদের (Cyclone Jawad)প্রভাব সরাসরি না পড়লেও দুর্যোগ মোকাবিলায় তৈরি প্রশাসন। বিশেষ নজর দেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Paraganas) এবং পূর্ব মেদিনীপুরে (East Midnapur)। দিঘা (Digha), বকখালির (Bakkhali) মতো পর্যটনকেন্দ্রে ঘেঁষতে দেওয়া হচ্ছে না পর্যটকদের। সতর্কতায় বাতিল করা হয়েছে ৭৫টি ট্রেন।
ওড়িশার পুরী, অন্ধ্রের শ্রীকাকুলামে আকাশে আশঙ্কার মেঘ...আসছে জওয়াদ। কলিঙ্গ পেরিয়ে বাংলার দিকে যখন আসবে, তখন শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে। তার ফলে ঝোড়া হাওয়া, আর বৃষ্টি হবে উপকূলবর্তী এবং দক্ষিণের জেলাগুলি। দুর্যোগ মোকাবিলায় রাজ্য প্রশাসনের তরফে বিশেষ নজর দেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।দক্ষিণ ২৪ পরগনায় খোলা হয়েছে ৪২টি ত্রাণ শিবির।১১৫টি সাইক্লোন সেন্টার তৈরি রাখা হয়েছে উপকূলবর্তী এই জেলায়। দক্ষিণ ২৪ পরগনায় ১৪ হাজার ৩৭৫ জনকে সরানো হয়েছে। মেগা কন্ট্রোল রুম খোলা হয়েছে কাকদ্বীপ মহকুমাশাসকের অফিস। নিরন্তর পর্যবেক্ষণ করা হচ্ছে পরিস্থিতির। 


Cyclone Jawad:জওয়াদের প্রভাবে বৃষ্টি, মাঠেই পড়ে ধান, ক্ষতির আশঙ্কা কৃষকদের


উপকূল লাগোয়া পর্যটনকেন্দ্র বকখালিতে ধরা পড়েছে সেই তৎপরতার ছবি।উপকূলবর্তী বাহিনীকে সঙ্গে নিয়ে সমুদ্র সৈকতে চলছে প্রচার। নামখানার বিডিও শান্তনু সিংহ রায় বলেছেন, আমরা সবরকম প্রস্তুতি নিয়েছি। ইতিমধ্যে অনেককে নিরাপদ জায়গায় সরানো হয়েছে।


সমুদ্র সৈকতে ঘেঁষতে দেওয়া হচ্ছে না পর্যটকদের। বারবার বলার পরও সমুদ্র সৈকত থেকে না ওঠায় ফ্রেজারগঞ্জে কয়েকজন পর্যটককে ওঠবোস করায় পুলিশ। এক পর্যটক বলেছেন, অনেকদিন পর এলাম। সমুদ্রে নামতে পারলাম না। হোটেলে কেটে গেল দিনটা। 


হতাশার প্রতিধ্বনি দিঘাতেও। একে দিনভর বৃষ্টি, তার উপর প্রশাসনের কড়া নজরদারি। উইকএন্ডের ছুটিতে যাঁরা দিঘায় এসেছিলেন তাঁরা সারাদিন হোটেলেই কাটাতে বাধ্য হলেন।সৈকত জনমানবহীন। সামনের রাস্তা শুনশান। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা প্রচার করছেন। নিউ দিঘা মার্কেটও খাঁ খাঁ। দোকান বন্ধ। 


পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী নীচু এলাকায় প্রশাসনের তরফে চলে সচেতনতামূলক প্রচার।দুর্যোগ, সতর্কতার ছবি ধরা পড়েছে হলদিয়া বন্দরে।শুধু জনজীবন নয়, দুর্যোগের প্রভাব পড়েছে বাঘ সুমারিতেও।রবিবার থেকে সুন্দরবনে বাঘ গণনা শুরু হওয়ার কথা থাকলেও, ঘূর্ণিঝড়ের কারণে তা মঙ্গলবার থেকে হবে।