সঞ্চয়ন মিত্র, গৌতম মণ্ডল, কলকাতা : বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’ (Cyclone Midhil)। যা ক্রমশ এগোচ্ছে উত্তর ও উত্তর-পূর্ব দিকে। ওড়িশা উপকূল বরাবর এগোবে বাংলাদেশের দিকে। আগামীকাল সকালে বাংলাদেশের খেপুপাড়া ও মংলার মধ্যে স্থলভাগে আছড়ে পড়বে। ঘূর্ণিঝড় মিধিলি স্থলভাগে প্রবেশ করার সেসময় এর গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৮০ থেকে ৮৫ কিলোমিটার। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, তা অবস্থান করছে ওড়িশার পারাদ্বীপ থেকে ১৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং দিঘা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে।


কোথায় পড়তে পারে কেমন প্রভাব ?


ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে আজ ও কাল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকায় ৫০-৭০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। দুই জেলাতেই জারি হয়েছে হলুদ সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা।


এদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপকূল এলাকায় বাড়বে হাওয়ার দাপট। দিঘায় (Digha Update) পর্যটকদের সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি হয়েছে। আগামীকালও বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের জন্যও সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১৮ নভেম্বর পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। শনিবারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতে অবশ্য সেভাবে ঘূর্ণিঝড়ের কোনও প্রভাবের আশঙ্কা নেই। সেখানে পরিষ্কার আকাশ ও ঠান্ডার আবহ বজায় থাকবে। 


উপকূলে সতর্কতা


নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের জোড়া ফলায় দুর্যোগের ভ্রুকুটি দক্ষিণ ২৪ পরগনা জুড়ে। আকাশের মুখ ভার। দফায় দফায় বৃষ্টি হচ্ছে কাকদ্বীপ মহকুমা জুড়ে। বৃষ্টির পাশাপাশি সকাল থেকে বইছে দমকা হাওয়া। সমুদ্র উত্তাল থাকায় আজ ও কাল মৎস্যজীবীদের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। প্রশাসনের তরফে বেহাল নদী ও সমুদ্র বাঁধগুলির ওপর নজর রাখা হচ্ছে। ব্লক অফিস ও পঞ্চায়েতগুলির পাশাপাশি, সতর্ক থাকতে বলা হয়েছে সেচ দফতরের আধিকারিকদের। 


কলকাতার আবহাওয়া কেমন ?


কলকাতায় আজ দিনভর মেঘলা আকাশ। বাড়ল রাতের তাপমাত্রা, মেঘলা আকাশে কমল দিনের তাপমাত্রা। আজ কয়েক দফায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।   


                                             


আরও পড়ুন- ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিধিলি, ল্যান্ডফল কখন ? কী প্রভাব পড়বে বাংলায় ?