কলকাতা : ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ার আগেই রাজ্যে প্রভাব পড়তে শুরু করেছে ট্রেন ও বিমান পরিষেবায়। আজ রাত ১১টা থেকে কাল সকাল ৬টা পর্যন্ত ৫৩টি লোকাল ট্রেন বাতিল, বেশ কিছু দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে। আজ বেলা ১২টা থেকে আগামীকাল সকাল ৯টা, ২১ ঘণ্টা বন্ধ রাখা হয়েছে কলকাতা বিমানবন্দরে সমস্ত উড়ান পরিষেবা। এর ফলে ৩৪০টি অন্তর্দেশীয় ও ৫৪টি আন্তর্জাতিক বিমান বাতিল করা হয়েছে। প্রায় ৫০ হাজার বিমানযাত্রীর দুর্ভোগে পড়ার আশঙ্কা। ঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।


কোন কোন ট্রেন বাতিল-


বারাসাত-হাসনাবাদ শাখায় রাত ১১টা থেকে বাতিল করা হচ্ছে বেশ কিছু ট্রেন। 


রাত ১১টা থেকে শিয়ালদা-ক্যানিং, বজবজ শাখায় বাতিল বেশ কিছু লোকাল ট্রেন।


রাত ১১টা থেকে শিয়ালদা-ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখাতেও একাধিক ট্রেন বাতিল থাকবে।


শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর শাখায় বাতিল থাকবে ট্রেন (সোমবার)।


শিয়ালদা-সোনারপুর ও বারুইপুর শাখাতেও বাতিল করা হচ্ছে ট্রেন (সোমবার)


হাওড়া থেকে ৯টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।


ব্যান্ডেল শাখায় ৯টি লোকাল ট্রেন বাতিল।


এছাড়া হাওড়া-সিঙ্গুরের মধ্যে ২টি লোকাল ট্রেন বাতিল ।


ব্যাঘাত উড়ান পরিষেবাতেও-


কলকাতায় বন্ধ থাকবে বিমান পরিষেবা। আজ বেলা ১২টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর। ঘূর্ণিঝড়ের সতর্কতায় ২১ ঘণ্টা বন্ধ থাকবে উড়ান পরিষেবা।


রেমালের বর্তমান চিত্র-


সাগর দ্বীপ, ক্যানিং, দিঘার আরও কাছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। বেলা যত গড়াচ্ছে ততই স্পষ্ট হচ্ছে ঘূর্ণিঝড়ের প্রভাব। এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের অবস্থান সাগর দ্বীপ থেকে ২৭০ কিলোমিটার, ক্যানিং থেকে ৩১০, দিঘা থেকে ৩৯০ ও বাংলাদেশের খেপুপাড়া থেকে ২৯০ কিলোমিটার দূরে। এই মুহূর্তে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০৫ কিলোমিটার। আজ রাত ১১টা থেকে ১টার মধ্যে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার বেগে আছড়ে পড়তে চলেছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। সকাল সাড়ে ১১টা থেকেই ঝড়ের দাপট বোঝা যাবে দক্ষিণবঙ্গে। সেইসময় ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ১০০-১২০ কিলোমিটার।বিকেল সাড়ে ৫টা থেকে ঝড়ের বেগ আরও বাড়তে পারে। 


ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে সকাল থেকেই। জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ পরগনা, পূর্ব মেদিনীপুর, এই ৬টি জেলায় আজ ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। এছাড়া, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদেও। আগামীকালও কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদায়।