সুনীত হালদার, হওড়া: লিলুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল যুবকের। বাড়ির কলিং বেলের স্যুইচে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। বাংলায় রেমাল-দুর্যোগে (Cyclone Remal Update) মৃত বেড়ে ৭।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু: রেমাল আছড়ে পড়ার পর, তার তাণ্ডব যেন থামছেই না। দুর্যোগের জেরে বাড়ছে মৃতের সংখ্যাও। এদিন হাওড়ায় লিলুয়ায়, বাড়িতে ঢুকতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলেন এক যুবক। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম প্রসেনজিৎ গুহ (৩০)। এদিন কাজ থেকে বাড়ি ফিরে কলিং বেল বাজান, তখনই ঘটে বিপত্তি। প্রতিবেশীদের দাবি, কলিং বেলের স্যুইচ থেকে শর্ট সার্কিট হয়ে দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কলিং বেলের কোনও তার ছেঁড়া ছিল। বাড়ির গ্রিলের সঙ্গে তার জড়িয়েছিল। কলিং বেলে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
রেমাল-দুর্যোগে মৃত ৭ জনের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। পূর্ব বর্ধমানের মেমারিতে, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল বাবা-ছেলের। রাস্তার উপরে একটি কলাগাছ পড়ে ছিল। স্থানীয়দের দাবি, পাশে ছিড়ে পড়েছিল বিদ্যুতের তার। হুকিং করে এই বিদ্যুৎ নেওয়া হচ্ছিল। কলাগাছ সরাতে গেলে ওই ব্যক্তি বিদ্যুৎসপৃষ্ট হন। বাবাকে উদ্ধার করতে গিয়ে ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। দু-জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক ব্যবসায়ীর। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলাতেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে।
অন্যদিকে, গত রাতে এন্টালির বিবির বাগানে বাড়ির কার্নিশের চাঙড় ভেঙে মৃত্যু হয় এক ব্যক্তির। জানা যায়, বন্ধুর বাড়ি থেকে খেলা দেখে ফিরছিলেন ওই ব্যক্তি। তখনই, দুর্ঘটনা হয়। NRS মেডিক্যাল কলেজে নিয়ে গেল চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । দক্ষিণ ২৪ পরগনার নামখানায়, বাড়ির ওপর গাছ পড়ে মৃত্যু হয় এক বৃদ্ধার। মৌসুনি দ্বীপের বাসিন্দা বৃদ্ধা আজ সকালে ঝড়ের সময় রান্নাঘরে বসে খাচ্ছিলেন। তখনই, গাছ উপড়ে রান্নাঘরের টিনের ছাউনির ওপর পড়ায় তিনি চাপা পড়েন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Cyclone Remal Effect: রেমালের তাণ্ডব বিপর্যস্ত জনজীবন, ব্যাহত ট্রেন-মেট্রো পরিষেবা, এখনও জমে জল