কলকাতা: রেমালের (Cyclone Remal) দুর্যোগ কাটতে না কাটতেই মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায় (Accident)। তারাতলার ইন্ডিয়ান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভিতরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২। মৃতদের মধ্যে ১ জন অস্থায়ী সাফাই কর্মী, অন্যজন অস্থায়ী সুপারভাইজার।


জানা গিয়েছে, একটি নির্মীয়মান রাস্তার ধারে জঙ্গল পরিষ্কারের কাজ করছিলেন। জমা জলের নিচে ছিল ছিঁড়ে যাওয়া বিদ্যুৎবাহিত তার। ঘটনাস্থলেই মারা যান সন্তোষ, সহকর্মীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান সুপারভাইজার মনোহর রজক। বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা। মৃত ২ জনই বিহারের বাসিন্দা, কর্মসূত্রে থাকতেন তারাতলাতে। তদন্ত শুরু করেছে তারাতলা থানার পুলিশ। মেরিন বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে সিইএসসি। দুর্ঘটনার দায় কর্তৃপক্ষের ওপর চাপিয়েছেন তৃণমূল কাউন্সিলর আনোয়ার খান।


রেমাল-দুর্যোগে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে বাংলায়।  রেমাল-রোষে প্রাণহানি, কারও মাথায় গাছ পড়ে তো কারও মাথায় বাড়ির কার্নিস ভেঙে। কেউ আবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন। দুর্যোগের জেরে কলকাতা থেকে উত্তর ২৪ পরগনা,দক্ষিণ ২৪ পরগনা, কোথাও নেই বাদ। রবিবার রাতে যখন তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল, তখন এন্টালির বিবির বাগানে বাড়ির কার্নিশের চাঙড় ভেঙে মৃত্যু হয় এক ব্যক্তির। বন্ধুর বাড়ি থেকে IPL দেখে ফিরছিলেন। তখনই, দুর্ঘটনা হয়। NRS মেডিক্যাল কলেজে নিয়ে গেল চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
 
 দক্ষিণ ২৪ পরগনার নামখানায়,বাড়ির ওপর গাছ পড়ে মৃত্যু হয় এক বৃদ্ধার।মৌসুনি দ্বীপের বাসিন্দা বৃদ্ধা আজ সকালে ঝড়ের সময় রান্নাঘরে বসে খাচ্ছিলেন। তখনই, গাছ উপড়ে রান্নাঘরের টিনের ছাউনির ওপর পড়ায় তিনি চাপা পড়েন। পূর্ব বর্ধমানের মেমারিতে,বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বাবা-ছেলের। রাস্তার উপরে একটি কলাগাছ পড়ে ছিল। স্থানীয়দের দাবি, পাশে ছিড়ে পড়েছিল বিদ্যুতের তার। হুকিং করে এই বিদ্যুৎ নেওয়া হচ্ছিল। কলাগাছ সরাতে গেলে ওই ব্যক্তি  বিদ্যুৎসপৃষ্ট হন। বাবাকে উদ্ধার করতে গিয়ে ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। দু-জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।


আরও পড়ুন, OBC সার্টিফিকেট বাতিল ইস্যু : সংবিধান বিরোধী কাজ, TMC-কে তুলোধনা মোদির


হাওড়ায় লিলুয়ায়, বাড়িতে ঢুকতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলেন এক যুবক। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। প্রতিবেশীদের দাবি, কলিং বেলের স্যুইচ থেকে শর্ট সার্কিট হয়ে দুর্ঘটনা ঘটেছে। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক ব্যবসায়ীর।মৃতের বাড়িতে যান সৌগত রায়। সেখান থেকে ফোনে কথা বলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে।
 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।