কলকাতা: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) অন্তিম দফার আগে গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের মতামত জানালেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। সম্প্রতি ২০১০ সালের পর, যত OBC সার্টিফিকেটের স্বীকৃতি দেওয়া হয়েছিল, সেগুলি সবই বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।  এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে -এর কাছে এনিয়ে সাক্ষাৎকার দিলেন প্রধানমন্ত্রী মোদি। আর এই বিষয়ের পাশাপাশিই উঠে এল আরও একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। ভারতে ধর্মের ভিত্তিতে সংরক্ষণের দাবি কী ন্যায্য ? বিষয়ের গভীরে প্রবেশ করে বিশ্লেষণ দিলেন মোদি।


সুমন দে, এবিপি আনন্দ: আপনি এবং আপনার দল একদম শুরু থেকে মুসলিমদের ভিতরে সংরক্ষণ দেওয়ার মামলায় আপনার সিদ্ধান্ত খুবই স্পষ্ট। যে আপনি এটার বিরুদ্ধে।এবং সব নির্বাচনী প্রচারের সভায় আপনি এটা উল্লেখও করেছেন। ঠিক এইসময়েই কলকাতা হাইকোর্টের তরফে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে রায় এসেছে। যে ২০১০ সালের পর, যত OBC সার্টিফিকেটের স্বীকৃতি দেওয়া হয়েছিল, সেগুলি সবই বাতিল করে দেওয়া হয়েছে। ওইদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া আসে। মমতা বলেন, 'এই রায়, বিজেপির রায়। এবং এটা আমরা মানব না।' মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে আপনার কী প্রতিক্রিয়া ?


OBC সার্টিফিকেট ইস্যু


প্রধানমন্ত্রী মোদি : দেখুন এর পৃথক পৃথক দিক রয়েছে। এই ধরণের মন্তব্য করা অর্থ আদালতকে অপমান করা। আদালতকে , বিজেপি বলে উল্লেখ করা, অর্থাৎ আদালতকে অপমান করা হচ্ছে। এটা সুপ্রিম কোর্টের কাজ, যে কোন বিষয়কে গুরুত্ব দেবে, যেটায় প্রয়োজন তদন্ত চালাবে। কিন্তু যদি কোনও ব্যক্তি আদালতকে এইভাবে অপমান করে, সেটা একেবারেই অনুচিত। বিচার নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি থাকতেই পারে, সেজন্য সে শীর্ষ আদালতে যাক। যেহেতু এটা আদালতের মামলা।'


সংরক্ষণ প্রসঙ্গ


প্রধানমন্ত্রী মোদি : দ্বিতীয়ত আপনি যেটা বললেন, সেই বিষয়টায় একটা ভুল হচ্ছে, আমি কখনই এটা বলিনি যে, আমার বক্তব্য হল, ভারতে যখন সংবিধান তৈরি হয়েছে, মাসের পর মাস এই ইস্যুগুলিতে বিতর্ক হয়েছে। সবার সহমতে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে, ভারতে আমরা ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দিতে পারি না। আমার বক্তব্য এই যে, সংবিধানের সিদ্ধান্তকে অপমান করা উচিত নয়। সংবিধানে যেটা লেখা রয়েছে, সেটার সম্মান করা উচিত। আর বাবা সাহেব আম্বেদকর থেকে নেহেরু, প্রত্যেকেই বলেছেন ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া উচিত নয়। আজ ধর্মের ভিত্তিতে সংরক্ষণের দাবি জানানো হচ্ছে। আমি বলব, এটা সংবিধানের অপমান। এটা সংবিধানকে শেষ করার জন্য ওদের কৌশল।


সংবিধান বিরোধী কাজ, TMC-কে তুলোধনা মোদির


প্রধানমন্ত্রী মোদি : 'আমি একা সেই ব্যাক্তি, যিনি এই বিষয়ে নির্ণয়ও নিয়েছি, সমাজকে জুড়েছি। এবার যারা এই ক্যাটাগরিতে পড়েন না, SC-ST-OBC এর নানা সম্প্রদায় রয়েছে। পাশাপাশি উচ্চ বর্ণের যারা, তাঁদেরও মধ্যেও তো গরীব মানুষ রয়েছে। আমি ভেবেছি ওই গরীব মানুষদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ দেওয়া হোক। তাই আমি সেটা করেছি। এই ১০ শতাংশের মধ্যে যারা অন্য কোনও সুবিধা নেন না, তার মধ্যে মুসলিম সম্প্রদায়ও তো রয়েছে। তার মধ্যে আমাদের দেশের হিন্দু, জৈন সকল সম্প্রদায়ই রয়েছে।  আমি ধর্মের ভিত্তিতে সংরক্ষণ নিইনি। এবং এটা সবাই স্বীকৃতি দিয়েছে। আর এতে সামাজিক বন্ধনও বজায় রয়েছে। আমরা একবার ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করে দিয়েছি। এবং ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করলে কী হবে ? আর এরা কী করছে, ওরা বিশ্বাসঘাতকতা করেছে OBC সম্প্রদায়ের সঙ্গে। ওরা কী করেছে, কোনও প্রক্রিয়া ছাড়াই ৭৭ সম্প্রদায়কে রাতারাতি OBC বানিয়ে দিয়েছে !'


আরও পড়ুন, 'মোদি আর ৭-৮ দিন প্রধানমন্ত্রী, ফিরবেন না ক্ষমতায়..', হুঙ্কার মমতার


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


 

<