কলকাতা: ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় 'রেমাল' (Cyclone Remal Update)। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ১-২ দিনের মধ্যেই ঘনীভূত হওয়ার কথা এই ঝড়ের, এমনই ইঙ্গিত দিচ্ছেন একাধিক আবহাওয়াবিদ। প্রাথমিকভাবে আন্দাজ করা হচ্ছে, আগামী ২২ মে এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পরে তা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। এরপরে, আগামী ২৪ মে, এই ঘূর্ণীঝড় ডিপ-ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে। 


উত্তরপ্রদেশের পূর্বভাগ, বিহারের দক্ষিণভাগ, ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রভাব পড়তে পারে ঘূর্ণিঝড় রেমালের। এখনও মৌসমভবন স্পষ্টভাবে এই ঘূর্ণিঝড় নিয়ে কোনও ইঙ্গিত দেয়নি। প্রাথমিতভাবে মনে করা হচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তার পার্শ্ববর্তী অঞ্চলের উপর দিয়ে বইতে পারে এই ঘূর্ণিঝড়। বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তার সংলগ্ন উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি কিলোমিটার উপরে অবস্থান করছে ‘রেমাল’। এর ফলে, বঙ্গোপসাগরের দিক থেকে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় অংশে বইতে পারে ঝোড়ো হাওয়া। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাবে। কিছু কিছু জায়গায় হতে পারে বর্জ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতও।


আবহাওয়াবিদেরা মনে করছেন, বাংলাদেশের বরিশালে ল্যান্ডফল হতে পারে এই ঘূর্ণিঝড়ের। তবে এই মডেলের ল্যান্ডফল নিয়ে বিভিন্ন মতামত রয়েছে। মৌসমভবন মনে করছে, পশ্চিমবঙ্গে এর ততটা প্রভাব নাও পড়তে পারে। তবে নিশ্চিত করে বলা যাচ্ছে না কিছুই।


অন্যদিকে, বাংলা যখন গরমে পুড়ছে, তখন নির্ধারিত সময়ের ৩ দিন আগে আন্দামান-নিকোবরে পা রাখছে বর্ষা। কেরলেও বর্ষা ঢুকছে নির্ধারিত সময়ের একদিন আগে ৩১ মে। ঝমঝম বৃষ্টিতে ভেজার অপেক্ষায় বাংলা। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ উত্তরবঙ্গের মালদা, দুই দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূমে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই গরম ও অস্বস্তি থাকবে। পাশাপাশি, আজ কলকাতা, হাওড়া, হুগলি ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। কাল কলকাতা-সহ আরও কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


আজও কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে।


 


আরও পড়ুন: Akshay Kumar: ৫৬ বছর বয়সে প্রথম ভোট দিতে পারলেন ভারতে! উচ্ছ্বসিত অক্ষয় কুমার


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।