রুমা পাল, অরিত্রিক ভট্টাচার্য, সৌভিক মজুমদার, কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ ৩ মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এখন কেন্দ্রের সঙ্গে রাজ্যের কর্মীদের ডিএ’র ফারাক ৩১ শতাংশ। পরিসংখ্যান বলছে, ডিএ-র নিরিখে গুজরাত, কর্ণাটক, রাজস্থান, কেরল-সহ বিভিন্ন রাজ্যের সঙ্গে বাংলার সরকারি কর্মীদের প্রাপ্তির ফারাক অনেকটাই।


কী রায় হাইকোর্টের:
DA মামলায় কলকাতা হাইকোর্ট ঐতিহাসিক রায় দিয়েছে। তাতে মুখে হাসি ফিরেছে রাজ্য সরকারি কর্মীদের। মূল যে মামলার প্রেক্ষিতে হাইকোর্ট এই রায় দিল, তা দায়ের হয়েছিল পঞ্চম বেতন কমিশনকে ভিত্তি করে। এর মধ্যে কেন্দ্রীয় সরকার যত ডিএ বাড়িয়েছে, ততই পিছিয়ে পড়েছেন রাজ্যের কর্মীরা। কেন্দ্র ও রাজ্য সরকারের কর্মীদের বেতনের ফারাক হয়েছে বিস্তর। জানিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।


কেন্দ্রে কত ডিএ:
চলতি বছরের ১ জানুয়ারি থেকে সপ্তম বেতন কমিশন কার্যকরী করে কেন্দ্রীয় সরকার। এখন কেন্দ্রীয় সরকারি কর্মীরা, তাঁদের মূল বেতনের ৩৪ শতাংশ DA পান। ঠিক সেই সময়েই রাজ্যের কর্মীরা ষষ্ঠ পে কমিশন অনুযায়ী, মূল বেতনের ৩ শতাংশ ডিএ পান। সেই হিসেব দেখলে এখন কেন্দ্র ও রাজ্যের কর্মীদের মধ্যে ডিএ’র ফারাক ৩১ শতাংশ।


নির্দেশের পরে কী ছবি:
শুক্রবার হাইকোর্টের রায়ের পরে একজন গ্রুপ ডি কর্মী, যাঁর মূল বেতন ৬ হাজার ৬০০ টাকা ছিল। এদিনের রায় অনুযায়ী, পঞ্চম বেতন কমিশনের বকেয়া প্রায় ২ লক্ষ টাকা পাবেন তিনি। গ্রুপ সি কর্মীর মূল বেতন ৭ হাজার ৩০০ টাকা। তিনি বকেয়া প্রায় ২ লক্ষ ২০ হাজার টাকা পাবেন। গ্রুপ বি কর্মীর মূল বেতন ১০ হাজার ৩০০ টাকা। তিনি পঞ্চম বেতন কমিশনের বকেয়া প্রায় ৩ লক্ষ ১০ হাজার টাকা পাবেন। আর গ্রুপ এ কর্মী, যাঁর মূল বেতন ১৩ হাজার ৪০০ টাকা, তিনি বকেয়া প্রায় ৪ লক্ষ টাকা পাবেন।



ষষ্ঠ পে কমিশন অনুসারে এখন বাংলার সরকারি কর্মীরা মূল বেতনের ৩ শতাংশ DA পান। অন্য রাজ্যে কী ছবি?



  • বাম শাসিত কেরল এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের ৩৬ শতাংশ হারে ডিএ দেয়।

  • কংগ্রেস শাসিত রাজস্থান সরকার দেয় ৩৪ শতাংশ।

  • বিজেপি শাসিত গুজরাত ২৮ শতাংশ।

  • কর্ণাটক ২৭.২৫ শতাংশ হারে DA দেয়।

  • বিহার ২৮ শতাংশ হারে।

  • কংগ্রেস শাসিত ছত্তীসগঢ় সরকার ২২ শতাংশ হারে DA দেয়।


আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকার সঙ্গে সহবাস, তারপর গর্ভপাত! ধৃত যুবক