উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, শিবাশিস মৌলিক, কলকাতা: চিরকুট মন্তব্যের পাল্টা এবার মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবকে চিঠি পাঠাবেন DA-এর আন্দোলনকারীরা। সেখানে আন্দোলনকারীদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি চাকরিতে যোগদান ও পদের কথা উল্লেখ থাকবে। অন্যদিকে বিজেপি শাসিত অসম সরকারের ৪ শতাংশ DA বৃদ্ধি নিয়েও, সরগরম বঙ্গ রাজনীতি।
চিরকুটে চাকরি পাওয়া থেকে শুরু করে, চোর ডাকাত বলে কটাক্ষ। তারপর নামের তালিকা তুলে ধরে, ফাইল খুঁজে বের করার হুঁশিয়ারি। রেড রোডের ধর্না মঞ্চ থেকে, DA আন্দোলনকারীদের এভাবেই নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে প্রতিবাদের পথে হাঁটতে চলেছে যৌথ সংগ্রামী মঞ্চ। চিঠিতে থাকবে DA আন্দোলনকারীদের নাম
শিক্ষাগত যোগ্যতা, চাকরিতে যোগদানের সাল, কোন পদে যোগদান করেছিলেন এবং বর্তমানে কোন পদে আছেন। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের কথায়, উনি বারবার তুলে আনছেন চিরকুটে চাকরি পাওয়ার কথা, ২০০১ সাল থেকে না কি শুরু হয়েছে, আমরা ঠিক করেছি, একটা বয়ান লিখে মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবকে চিঠি লিখে জানাব, যে আমরা ওই সালে নিয়োগ পেয়েছি, ওই পদে চাকরি করেছে, মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি। আপনার যদি মনে হয় চিরকুটে চাকরি পেয়েছি, তাহলে তদন্ত করুন।
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলছেন, আন্দোলনকারীদের আমরা নৈতিক সমর্থন করেছি। রাজনৈতিক রং লাগুক চাই না। মুখ্যমন্ত্রী তাঁর কর্মচারীদের সঙ্গে প্রতারণা করেছেন।
তৃণমূল অবশ্য আন্দোলনকারীদের আক্রমণের অবস্থানে অনড়।
তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কথায়, ওরা নাটক করছে, দিল্লিতে গিয়ে ধর্না দেবে ডিএ-র দাবি, আর রাজ্যের যে বকেয়া রয়েছে দিল্লির কাছে, সেটা বলতে পারছে না, নটাঙ্কি হচ্ছে। যারা কাজ করতে পারে না, সব কটার হিসেব রাখা হবে।
ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী, বর্তমানে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারিদের DA-এর ফারাক ৩৬ শতাংশ। সেখানে বিজেপি শাসিত অসম সরকার, ৪ শতাংশ DA বাড়িয়ে কেন্দ্রের ৪২ শতাংশকে ছুঁয়ে ফেলেছে। শনিবার সকালে আসা এই খবর ঘি ঢেলেছে সংগ্রামী যৌথ মঞ্চের ক্ষোভের আগুনে! অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার DA-এর হার বৃদ্ধির ট্যুইট রিট্যুইট করে, এরাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, এটা দুঃখজনক যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তার কর্মীদের 'চোর-ডাকাত' বলে। অসমের মুখ্যমন্ত্রীকে গৈরিক শুভেচ্ছা। তিনি অসম সরকারের কর্মচারীদের ৪ শতাংশ DA বাড়িয়ে, কেন্দ্রের ৪২ শতাংশের সমান করেছেন। এরপরই ট্যুইটে শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন, এগিয়ে বাংলা না বঞ্চিত বাংলা?
১১ এপ্রিল সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি হওয়ার কথা। তার আগেই ৬ এপ্রিল, ফের কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ১০ এবং ১১ই এপ্রিল দিল্লির যন্তর-মন্তরে ধর্নায় বসবেন আন্দোলনকারীরা। পাশাপাশি রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকেও স্মারকলিপি দেওয়ার চিন্তাভাবনা রয়েছে তাঁদের।