Lava Smartphone: লাভা- ভারতের নিজস্ব মোবাইল প্রস্তুতকারী সংস্থা, তাদের নতুন একটি ফোন লাভা ব্লেজ ২ (Lava Blaze 2) দেশে খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে। যদিও এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। এর আগে গতবছর অর্থাৎ ২০২২ সালে নভেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল লাভা ব্লেজ ৫জি ফোন। এবার লঞ্চ হতে চলেছে তারই সাকসেসর মডেল লাভা ব্লেজ ২ ৫জি ফোন। শোনা যাচ্ছে, হয়তো এবছর এপ্রিল মাসেই এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। তিনটি রঙে এই ফোন লঞ্চ হতে পারে। সেই সঙ্গে শোনা গিয়েছে, একটিই স্টোরেজ ভ্যারিয়েন্টে লাভা ব্লেজ ২ ফোন লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।
লাভা ব্লেজ ২ ফোনের সম্ভাব্য দাম
জনপির্য টিপস্টার মুকুল শর্মা ট্যুইটে আভাস দিয়েছেন লাভা ব্লেজ ২ ফোনের দাম ১০ হাজার টাকার কম হতে পারে। এই ফোনে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। এছাড়াও ৫ জিবি ভার্চুয়াল র্যাম থাকার সম্ভাবনা রয়েছে। গ্লাস অরেঞ্জ, গ্লাস ব্ল্যাক এবং গ্লাস ব্লু- এই তিন রঙে লাভা ব্লেজ ২ ফোন ভারতে লঞ্চ হতে পারে।
লাভা ব্লেজ ২ ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ হতে পারে। এই ফোনে একটি Unisoc T616 প্রসেসর থাকতে পারে এবং ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১২-র সাহায্যে।
- ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে লাভা ব্লেজ ২ ফোনে। সেখানে ১৩ মেগাপিক্সেলের AI ফিচার যুক্ত সেনসর থাকতে পারে। ফোনের পিছনের অংশে দুটো সার্কুলার অর্থাৎ গোলাকার ক্যামেরা মডিউল থাকতে পারে। তার সঙ্গে এলইডি ফ্ল্যাশ থাকার সম্ভাবনা রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে।
- লাভা ব্লেজ ২ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
রেডমি স্মার্টফোন
ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে রেডমি নোট ১২ ৪জি এবং রেডমি ১২সি- এই দুই ফোন। রেডমি ১২সি- এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৯৯৯ টাকা। আর ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। অন্যদিকে রেডমি নোট ১২ ৪জি ফোনের ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। রেডমি নোট ১২ ৪জি ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা।
আরও পড়ুন- এবার হোয়াটসঅ্যাপে 'লক' করতে পারবেন চ্যাট, ইউজারদের সুরক্ষায় নতুন ফিচার আসছে