মোহন প্রসাদ, কার্শিয়ং : কার্শিয়ঙে পুরভোটের (Kurseong Municipality Election) আগে অনীত থাপার উপর চাপ বাড়ালেন বিমল গুরুং। গুরংয়ের অভিযোগ, নিজের শহরে পুর পরিষেবা দিতে ব্যর্থ প্রাক্তন জিটিএ চেয়ারম্যান। পাল্টা অনীত থাপার দলের দাবি, রাজনীতি করছেন গুরুং।


পাহাড় সমস্যার সমাধান না করে, জিটিএ নির্বাচন হলে আমরণ অনশনের হুমকি দিয়েছেন বিমল গুরুং। আর এবার কার্শিয়ঙে পুরভোটের আগে সুর চড়ালেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি। 


তাহলে কি বিমল গুরুংয়ের নিশানায় এবার অনীত থাপা ? কারণ, জিটিএর প্রাক্তন চেয়ারম্যান ও ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রধান অনীত থাপার বাড়ি এই কার্শিয়ঙে। 


আরও পড়ুন ; গরমে ঘুরতে যাওয়ার সেরা ঠিকানা


কিছুদিনের মধ্যে শেষে হবে কার্শিয়ং পুরসভার মেয়াদ। সেখানে এখন ক্ষমতায় আছেন অনীত থাপার অনুগামীরা। এই পরিস্থিতিতে এলাকার উন্নয়নের ইস্যুকে হাতিয়ার করেছে বিমল গোষ্ঠী। কার্শিয়ঙের ধোবিখোলায় রাস্তা না থাকায় নর্দমার পাশ দিয়ে যাতায়াত করতে হয় বাসিন্দাদের। 


এলাকাবাসীর অভিযোগ, পুরসভা থেকে প্রশাসনে বারবার জানিয়েও তৈরি হয়নি রাস্তা। কার্শিয়ঙের এক বাসিন্দা বলেন, পুরসভাকে চিঠি দিই, ওয়ার্ড কমিশনারকেও জানাই। তারপরেও কাজ হয়নি।


মানুষের ক্ষোভকে হাতিয়ার করে একদা সহযোগী অনীত থাপার বিরুদ্ধে তোপ দেগেছেন বিমল গুরুং। পাল্টা জবাব দিয়েছেন অনীত থাপার অনুগামীরা। 


গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গ বলেন, উনি বলেছিলেন কার্শিয়ঙের জন্য কাজ করবেন। কিন্তু তা হল না। রাস্তা না থাকায় মানুষের খুব সমস্যা হচ্ছে। অনেকবার বলেছি, পুরসভা এনওসি দিলে আমি কাজ করে দেব।


এনিয়ে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নেতা ও কার্শিয়ঙের ওয়ার্ড কমিশনার শ্যাম শেরপা বলেন, বিমল গুরুং ঠিকমতো জানেন না যে ওখানে আলাদা রাস্তা আছে। অনীত থাপাকে দোষারোপ করতে এধরনের কথা বলছেন।


কার্শিয়ং পুরসভা সূত্রে জানা গেছে, পূর্ত দফতর অনুমতি দিলেই কাজ শুরু হবে।