সনৎ ঝা, শিলিগুড়ি: কেএলও জঙ্গি সন্দেহে শিলিগুড়ি(siliguri) আরও একজনকে গ্রেফতার করল এসটিএফ (stf)। ধৃতের বাড়ি শিলিগুড়ি (siliguri) সংলগ্ন ফাঁসিদেওয়ায়। টাকা তোলার অভিযোগে বৃহস্পতিবার এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এসটিএফ সূত্রে খবর, ধৃতকে জেরা করেই উঠে আসে এই ব্যক্তির নাম।


শিলিগুড়ির একাধিক ব্যবসায়ীকে ভয় দেখিয়ে টাকা তোলার অভিযোগ। কেএলও জঙ্গি সন্দেহে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ। শুক্রবার গভীর রাতে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া থেকে মৃণাল বর্মন নামে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। 


শিলিগুড়ির অন্যতম বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত খালপাড়া। সেখান থেকেই বৃহস্পতিবার ব্যবসায়ীদের থেকে টাকা তোলার অভিযোগে অবিনাশ রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এসটিএফ সূত্রে খবর, তাঁকে জেরা করে উঠে আসে মৃণাল বর্মনের নাম। অভিযোগ, ব্যবসায়ীদের থেকে টাকা তোলায় অবিনাশের সহযোগী ছিলেন মৃণাল। এসটিএফ সূত্রে খবর, এই মৃণাল বর্মন আসলে অবিনাশ রায়ের বন্ধু। যে গতকাল শিলিগুড়ি শহরের খালপাড়া থেকে গ্রেফতার হয়েছে। এই অবিনাশ রায় জঙ্গি সংগঠনের জন্য টাকা তুলত। আর মৃণাল সেই ব্যক্তি ঠিক করে দিত। দু’‌জনেই কেএলও জঙ্গি সংগঠনের সদস্য। এই দু’‌জনের সংগৃহীত টাকা চলে যেত সংগঠনের শীর্ষ নেতাদের কাছে। দু’‌জনেই শিলিগুড়িতে এসেছিল। এসটিএফের হাতে ধরা পড়ে অবিনাশ। তাকে জেরা করেই মৃণালের নাগাল মেলে।






এসটিএফ সূত্রে দাবি, মাস ছয়েক ধরেই উত্তরবঙ্গের বেশকিছু জায়গায় কেএলও জঙ্গিদের গতিবিধির আভাস পাওয়া যাচ্ছিল। অভিযোগ আসছিল, ব্যবসায়ীদের থেকে তোলা হচ্ছে টাকা। এরপরই শুরু হয় অভিযান।





সূত্রের খবর, জঙ্গি সংগঠন কেএলও-র হয়ে টাকা তোলার কাজ করত অবিনাশ। সেকারণেই শিলিগুড়ি এসেছিল ওই যুবক। অনেকদিন ধরেই নিজেদের চক্র বাড়াচ্ছিল তাঁরা। তদন্তকারীদের দাবি, জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার কথা ধৃত যুবক স্বীকারও করে নেয়।