শিলিগুড়ি : কখনও ঝিরঝিরে বৃষ্টি....! কখনও তুষারপাত...! বরফের চাদরে ঢেকেছে টাইগার হিল থেকে ঘুম, দাওয়াইপানি, লাভা, রিশপ সহ একাধিক জায়গা। শনিবার সকালে বহু বছর পর তুষারপাত হয় কার্শিয়াঙের চিমনি দেওরালিতেও। তুষারপাত শুরু হতেই পাহাড়মুখী অনেকে। এতদিনের কোভিড বিধি নিষেধের পর আবার পর্যটকে ধীরে ধীরে ভরতে শুরু করেছে পাহাড়। গুটি গুটি তারা ভিড় জমাচ্ছে দার্জিলিং, গ্যাংটক, কার্শিয়ং পাহাড়ে। বাগডোগরা, শিলিগুড়িতে নামছেন পর্যটকরা। বলছেন , ' বিভিন্ন জায়গায় তুষার পাত হচ্ছে শুনলাম। তাই দেখতে এসেছি' 

তুষারপাতের জেরে বেশ কয়েক জায়গায় যানজটের সৃষ্টি হয়। আটকে পড়ে বহু গাড়ি। পাহাড়ে যখন তুষারপাত, তখন কলকাতাতেও একধাক্কায় ৩ ডিগ্রি নেমেছে পারদ। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে কয়েকদিন ৩ থেকে ৪ ডিগ্রি কমবে তাপমাত্রা। পারদ নামায় ফিরবে শীতের আমেজ। 


Darjeeling এ হালকা বৃষ্টি চলছে কয়েক দিন ধরে। মেঘ এসে ঘিরে ধরছে পাহাড়কে।  সারাদিন দফায় দফায় বৃষ্টি হল দার্জিলিং-এ। সঙ্গে হতে পারে বজ্রপাতও। আবহাওয়া দফতর সূত্রে খবর, সরস্বতী পুজোয় কলকাতায় বৃষ্টি হল না, গোটা দক্ষিণবঙ্গেই কাল থেকে আবহাওয়ার উন্নতি হয়েছে । তবে উত্তরবঙ্গে  বৃষ্টি হয়েছে দফায় দফায়। 

https://www.imdkolkata.gov.in/ - সূত্রানুসারে

 

দিন সর্বনিম্ন তাপমাত্রা  সর্বোচ্চ তাপমাত্রা  কেমন কাটবে দিন
৫-Feb ১.০ ৫.0  মেঘলা আকাশ, দিনভর বৃষ্টি
৬-Feb ১.০ ৫.0 মেঘলা আকাশ, দিনভর বৃষ্টি, বজ্রপাত

সব মিলিয়ে ফের ছন্দে ফিরছে পাহাড়। রোদের মুখ না দেখা গেলেও , অন্যরূপে ডাকছে দার্জিলিং। অভিজ্ঞতা হবে তুষার পাতেরও । এই আশাতেই ভিড় জমাচ্ছেন সকলে।