DRDO: 'পরমাণু বোমা তৈরিতে ব্যবহার হয়..'! TMC কর্মাধ্যক্ষের স্বামীর কাছে কীভাবে এল ভয়ঙ্কর তেজস্ক্রিয় পদার্থ ‘ক্যালিফোর্নিয়াম’ ?

Naxalbari DRDO Radioactive Element Trafficking : তেজস্ক্রিয় পদার্থ ‘ক্যালিফোর্নিয়াম’ নকশালবাড়িতে কোথা থেকে এল? কী কারণে এই তেজস্ক্রিয় পদার্থ আনা হল? কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল?

Continues below advertisement

সনৎ ঝা, কৃষ্ণেনদু অধিকারী ও সমীরণ পাল, দার্জিলিং: তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের স্বামীর কাছ থেকে উদ্ধার ভয়ঙ্কর তেজস্ক্রিয় পদার্থ ‘ক্যালিফোর্নিয়াম’। যার দাম বেশ কয়েক কোটি টাকা। এই তদন্তে এবার বিহার যাচ্ছে দার্জিলিং জেলা পুলিশ।আর, এনিয়েই এখন সরগরম বঙ্গ রাজনীতি। গত মঙ্গলবার, কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পানিঘাটা ফাঁড়ির পুলিশকে সঙ্গে নিয়ে নকশালবাড়ি ব্লকের বেলগাছি চা-বাগান এলাকায় অভিযান চালান সেনা বাহিনীর গোয়েন্দারা। 

Continues below advertisement

উদ্ধার হওয়া তেজস্ক্রিয় পদার্থের নাম ক্যালিফোর্নিয়াম

 DRDO-র সরঞ্জাম ও নথি বিক্রির অভিযোগে গ্রেফতার হয়েছেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যার স্বামী। তাঁর থেকে উদ্ধার হয়েছিল তেজস্ক্রিয় পদার্থ ও প্রতিরক্ষা গবেষণা সংক্রান্ত নথি। উদ্ধার হওয়া তেজস্ক্রিয় পদার্থের নাম ক্যালিফোর্নিয়াম। কিন্তু কীভাবে ফ্রান্সিস এক্কার কাছে এল ভয়ঙ্কর তেজস্ক্রিয় ক্যালিফোর্নিয়াম ? অগাস্ট বিহারে ৩ জন ভয়ঙ্কর তেজস্ক্রিয় ক্যালিফোর্নিয়াম সহ গ্রেফতার হয়। ধৃত ফ্রান্সিস এক্কার বিহার যোগ কিনা খতিয়ে দেখতে বিহার যাচ্ছে মিরিক থানার পুলিশ।

প্রাকৃতিক পরিবেশে ‘ক্যালিফোর্নিয়াম’ পাওয়া যায় না

ধৃত ফ্রান্সিস এক্কা কার্শিয়ঙ বন বিভাগের কর্মী।স্ত্রী অমৃতা এক্কা নকশালবাড়ির পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। সূত্রের দাবি, ফ্রান্সিসের কাছ থেকে তেজস্ক্রিয় পদার্থ ‘ক্যালিফোর্নিয়াম’ এবং DRDO-র নথি উদ্ধার হয়েছে।প্রাক্তন সেনাকর্তা  ব্রিগেডিয়ার দেবাশিস দাস বলেছেন, এটি মানুষের জীবনের প্রতি অত্যন্ত ক্ষতিকারক-হানিকারক পদার্থ। ‘ক্যালিফোর্নিয়াম’ মারাত্মক তেজস্ক্রিয় পদার্থ। প্রাকৃতিক পরিবেশে ‘ক্যালিফোর্নিয়াম’ পাওয়া যায় না।এটি পরীক্ষাগারে তৈরি করা হয়। 

এই রাসায়নিক পরমাণু বোমা তৈরিতে ব্যবহার হয় : অর্জুন সিং

তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের স্বামীর কাছ থেকে তেজস্ক্রিয় পদার্থ ‘ক্যালিফোর্নিয়াম’ উদ্ধারের অভিযোগের প্রেক্ষিতে বিস্ফোরক অভিযোগ করেছেন অর্জুন সিং।'এই রাসায়নিকের ১ গ্রামের দাম ১৭ কোটি টাকা। নবান্নের নির্দেশে কিছু বিজেপি নেতাকে খুনের চক্রান্ত হচ্ছে। এই রাসায়নিক পরমাণু বোমা তৈরিতে ব্যবহার হয়। নবান্নর নির্দেশে রাশিয়া থেকে বাংলাদেশ হয়ে বাংলায় ঢুকছে', ফের বিস্ফোরক দাবি অর্জুন সিংহের। অপরদিকে,পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। তিনি বলেছেন,'কিছুদিন বাদে সামনে মাটি এনে অর্জুন বলবেন এটা মঙ্গল গ্রহের মাটি। কীভাবে মঙ্গল গ্রহ থেকে নাসা হয়ে ভারত, বাংলাদেশ হয়ে বাংলায় ঢুকেছে সেটা বলবেন অর্জুন সিংহ'।

আরও পড়ুন, বাংলাদেশকে বয়কটের হুঁশিয়ারি শুভেন্দুর ! 'পাকিস্তানের মত অবস্থা হবে..'

কী কারণে এই তেজস্ক্রিয় পদার্থ আনা হল? কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল?

মাস কয়েক আগে বিহার থেকে তিন জনকে গ্রেফতার করেছিল পুলিশ। অভিযোগ, তাঁদের কাছ থেকে তেজস্ক্রিয় পদার্থ ‘ক্যালিফোর্নিয়াম’ উদ্ধার হয়েছিল। যা নিয়ে তখন শোরগোল পড়ে গেছিল। সূত্রের দাবি, সেই ঘটনার সঙ্গে নকশালবাড়ি ঘটনার কোনও যোগ আছে কি না, তা জানতে বিহার যাচ্ছে দার্জিলিং জেলা পুলিশ। কিন্তু, এখানে সব থেকে বড় প্রশ্ন, তেজস্ক্রিয় পদার্থ ‘ক্যালিফোর্নিয়াম’ নকশালবাড়িতে কোথা থেকে এল? কী কারণে এই তেজস্ক্রিয় পদার্থ আনা হল? কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 
Continues below advertisement
Sponsored Links by Taboola