দুবাই: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) ভবিষ্যৎ কী? টুর্নামেন্ট কি পাকিস্তানেই হবে, নাকি ভারতের দাবি মেনে করা হবে হাইব্রিড মডেলে?
টুর্নামেন্টের ভাগ্য এখনও অনিশ্চিত। জট কাটানোর জন্য শুক্রবার আইসিসি-র বোর্ড মেম্বারদের বৈঠক ছিল। কিন্তু সেই বৈঠকে রফাসূত্র বেরল না। কার্যত ভেস্তেই গেল বৈঠক। নিজেদের অবস্থানে অনড় ভারত ও পাকিস্তান - দুই দেশই।
টুর্নামেন্টের আর বেশিদিন দেরি নেই। কিন্তু ভারত ও পাকিস্তানের মতানৈক্যের কারণে টুর্নামেন্টের সূচিও প্রকাশ করতে পারেনি আইসিসি। ভারত জানিয়ে দিয়েছে, তারা কোনও মতেই পাকিস্তানে খেলতে যাবে না। হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছে ভারত। যেখানে ভারত তাদের ম্যাচগুলো খেলতে যায় নিরপেক্ষ কোনও দেশে। আর টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি নিজেদের দেশে আয়োজন করার বরাত পায় পাকিস্তান। ঠিক যেভাবে হয়েছিল গত এশিয়া কাপ। যদিও ভারতের প্রস্তাবিত সেই হাইব্রিড মডেলে রাজি নয় পাকিস্তান। সমাধানের খোঁজে শুক্রবার বিশেষ সভা ডেকেছিল আইসিসি।
সূত্রের খবর, সেই সভায় উপস্থিত ছিলেন আইসিসি-র পূর্ণ সদস্য ১২ দেশের প্রতিনিধি, তিনটি সহযোগী দেশের সদস্য ও আইসিসি চেয়ারম্যান। সব মিলিয়ে এই ১৬ প্রতিনিধির হাতেই রয়েছে ভোটাধিকার, ক্ষমতা রয়েছে যে কোনও সিদ্ধান্ত নেওয়ার।
আরও পড়ুন: দাদার ষড়যন্ত্র? ভোটে হেরে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রীর ভাই, ময়দান ছেড়ে না যাওয়ার বার্তা
তবে জানা গিয়েছে, ভারতীয় সময় বিকেল চারটেয় সভাটি শুরু হওয়ামাত্রই শেষ হয়ে যায়। কোনও সমাধান ছাড়াই। কারণ পাকিস্তানের প্রতিনিধি শুরুতেই হাইব্রিড মডেলের প্রস্তাব খারিজ করে দেন। ভারতের প্রতিনিধিও সরকারের আপত্তিতে পাকিস্তানে খেলতে না যাওয়ার ব্যাপারে নিজেদের অবস্থান জানিয়েছেন। সভায় জট না খুলে আরও জটিল হল পরিস্থিতি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেছেন, 'আইসিসি বোর্ড সদস্যরা খুব অল্প সময়ের জন্য বৈঠক করেন। সকলেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ক্ষেত্রে একটা ইতিবাচক পরিণতির জন্য চেষ্টা করছি। হয়তো শীঘ্রই আবার বৈঠক করা হবে।'