বাচ্চু দাস, দার্জিলিং: বৃষ্টি কমে আসছে উত্তরবঙ্গে। একদিকে সামনেই মাস পেরোলেই পুজো। আর পুজো ছুটি মানেই ঘুরতে যাওয়া। আর এমনই এক সময়ে সুখবর দিল বন দফতর। ট্রেনে করে চা খাওয়া শেষে, বেঙ্গল সাফারিতে বাসে উঠলেই বাঘের সঙ্গে দেখা হবে ! আজ্ঞে না, বাসের ভিতরে নয়, বাইরে থাকবে বাঘ। তবে বাসের সমস্যার জন্য এই অভূতপূর্ব দৃশ্য এবার আর মিস হবে না পর্যটকদের। মূলত পর্যটকদের স্বার্থেই বেঙ্গল সাফারিতে বাড়ানো হবে বাস, জানালেন বনমন্ত্রী।
অনেকে অনলাইন বা সরাসরি টিকিট কেটেও বাসের সমস্যার কারণে সাফারি না করেই একপ্রকার নিরাশ হয়েই বাড়ি ফিরে যেতে হয়। অধিকাংশ সময় সাফারি করতে করতে খারাপ হয়ে যাচ্ছে বাসগুলি ফলে অনেকেই জীবজন্তু দেখা থেকে বঞ্চিত হচ্ছে। সেই ভাবনায় চলতি বছরে সাফারি পার্কে আরও বেশ কয়েকটি বাস চালানোর সিদ্ধান্ত নিল বন দফতর। শুক্রবার বেঙ্গল সাফারি পার্কে এসে এমনটাই জানালেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি জানান, মোট ২০ থেকে ২৫ টি বাস চালু করা হবে পর্যটকদের স্বার্থে।
প্রসঙ্গত, সম্প্রতি শোকের এক বহর তৈরি হয়েছিল বেঙ্গল সাফারি পার্কে। গত মাসে দুই সন্তানের জন্ম (Tiger Cub) দিয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার রিকা। কিন্তু জন্মের সময়ই একটি সন্তানের মৃত্যু হয়। শোকের আবহ বাড়িয়ে যার কয়েকদিনের মধ্যেই অপর বাঘের সন্তানটিরও মৃত্যু হয়েছিল। যার জেরেই তৈরি হয়েছিল এক শোকের আবহ। তবে মাসখানেকের মধ্যে তা বদলে গিয়েছে খুশির রেশে।
পাঁচ বছরের রয়্যাল বেঙ্গল টাইগার রিকা এবারে জন্ম দিয়েছে তিন সন্তানের। বেঙ্গল সাফারি পার্ক সূত্রে খবর, প্রায় সপ্তাহখানেক আগে সন্তানদের জন্ম দেয় রিকা। তবে আগের অভিজ্ঞতার জেরে শুরু থেকেই বাড়তি সতর্কতা অবলম্বন ও সিসিটিভি ক্যামেরার (CCTV Camera) মাধ্যমে প্রয়োজনীয় নজরদারি চালাচ্ছিল বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। শেষমেশ সন্তানখানেক বয়সের তিন সন্তানের সঙ্গে রয়্যাল বেঙ্গল টাইগার রিকার খেলার ভিডিও প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন, হাওড়া বর্ধমান শাখার রেল লাইনের পাশে বোমা উদ্ধার !
অপরদিকে, সিংহ, জেব্রা, এলবিরো ডাক, মণিপুরী ডাইসিং ডিয়ার।পর্যটক টানতে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আরও নতুন অতিথি আনার পরিকল্পনাও চলছে। বন দফতর সূত্রে খবর, বেঙ্গল সাফারি পার্কের আয়তন বাড়ানো হবে, দুটির বদলে সাত থেকে আটটি হাতি সাফারির কথাও ভাবা হচ্ছে।