কলকাতা: 'জওয়ান' (Jawan)-এর সেট থেকেই আগামী ছবির ঘোষণা! আজ, সদ্য মুক্তি পাওয়া ছবি 'জওয়ান'-এর সাংবাদিক সম্মেলন থেকে খোদ শাহরুখ খান (Shah Rukh Khan) ঘোষণা করলেন 'ডাঙ্কি' (Donkey) ছবির মুক্তির দিন। 'পাঠান' (Pathaan) ও 'জওয়ান' (Jawan) ছবির জন্যই পিছিয়ে গিয়েছিল রাজকুমার হিরানীর (Raj Kumar Hirani)-র নতুন ছবির মুক্তি। তবে আজ শাহরুখ জানালেন, চলতি বছরের ক্রিসমাসেই বড়পর্দায় আসতে চলেছে 'ডাঙ্কি'।
'পাঠান' থেকে শুরু করে 'জওয়ান'... ছবি মুক্তির পরে সাংবাদিক মুখোমুখি হওয়াকেই দস্তুর করেছেন শাহরুখ খান। আজ, 'জওয়ান'-এর সাংবাদিক সম্মেলনে শাহরুখের মুখে উঠে এল তাঁর আগামী ছবির কথাও। শাহরুখকে সঞ্চালক প্রশ্ন করেছিলেন, ২০২৩ সালটা শাহরুখের জন্য ঐতিহাসিক হতে চলেছে। সম্মতি জানিয়ে শাহরুখ বলেন, 'বছরের শুরুতে পাঠান এল, এরপরে জওয়ান.. শেষের দিকে বড়পর্দায় মুক্তি পেতে পারে ডাঙ্কি। করোনার দীর্ঘ বিরতির পরে, আমার জন্যও ক্যামেরার সামনে ফেরাটা একটু অস্বস্তিরই ছিল। সেইসময়ে আমায় সাহস যুগিয়েছিল আমার বড় ছেলে এবং মেয়ে। ৩ বছর পরে সেটে ফেরাটা আমার কাছে অস্বস্তির ছিল। আমার ছেলে আরিয়ান আর মেয়ে সুহানা আমায় বলেছিল.. আমরা যখন বড় হচ্ছি, আমরা দেখেছি তোমার ছবিকে সাফল্য পেতে। আমরা হাওয়ায় সেই জনপ্রিয়তা অনুভব করেছি। কিন্তু আব্রাম... ও জানে তুমি একজন তারকা কিন্তু কখনও সেই উন্মাদনাটা অনুভব করেনি। আগামী ৫টা ছবি, ওর জন্য হিট হোক।'
নয়নতারা হোক ব দীপিকা.. কাজল, রানি... প্রত্যেক নায়িকার সঙ্গেই শাহরুখের রোম্যান্স এত সফল কী করে? আজ 'জওয়ান'-এর সাংবাদিক সম্মেলনে, সঞ্চালকের এই প্রশ্নের উত্তরে শাহরুখ বলেন, 'জওয়ান ছবিতে নয়নতারা ও দীপিকার সঙ্গে আমার রোম্যান্সের দৃশ্যের সাফল্য সম্পূর্ণ অ্যাটলির। তবে কেবল এই ছবির জন্য নয়.. কোনও দৃশ্যে রোম্যান্স থাকলে... আমি সেই চিত্রনাট্যকে বার বার পড়ি। বোঝার চেষ্টা করি.. ওই দৃশ্যে, নায়িকাকে কতটা সম্মান দেওয়া হয়েছে। ভালবাসার দৃশ্যে মহিলাদের যদি সম্মান প্রদর্শন করা যায়, তাহলে সেই দৃশ্য সফলতম হয়।'
আজকের সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন দীপিকা পাড়ুকোনও। এই ছবিতে শাহরুখের মায়ের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।দীপিকার চরিত্র নিয়ে শাহরুখ বলেন, 'দীপিকা বন্ধুত্বের খাতিরে একটা ছোট চরিত্র ভেবে অভিনয় করতে এসেছিল, কিন্তু আমি আর অ্যাটলি ওকে দিয়ে একটা গোটা ছবিই শ্যুট করিয়ে নিয়েছি। আমি প্রথম 'বেশরম রং' গানটি দেখার পরে দীপিকাকে বলেছিলাম, 'মায়ের চরিত্রে অভিনয় করবে?' ও রাজি হয়ে যায়।'