বাচ্চু দাস, দার্জিলিং: উত্তরবঙ্গ মেডিক্যালে (North Bengal Medical College) কোভিডের (Covid19) থাবা। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে সংক্রমিত ৪১ জন। এভাবে সংক্রমণ বাড়লে পরিষেবা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। আগামী শনিবার একবেলা বন্ধ থাকবে হুগলির একাধিক বাজার। ৬ দিন বন্ধ খড়গপুর IIT-র (IIT Kharagpur) ক্যাম্পাস।
রাজ্যে ফের ঊর্ধ্বমুখী দৈনিক কোভিড সংক্রমণ। একদিনে রাজ্যে করোনা আক্রান্ত প্রায় সাড়ে ১০ হাজার মানুষ। হু হু করে কোভিড বাড়ছে পাহাড়েও। একদিনে দার্জিলিঙে (Darjeeling) সংক্রমিতের সংখ্যা বেড়েছে দ্বিগুণের বেশি। কোভিডের তৃতীয় ঢেউতে (Third Wave) উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসকদের করোনা আক্রান্ত হওয়ার খবর। উত্তরবঙ্গ মেডিক্যাল (North Bengal Medical College) কলেজ সূত্রে খবর, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে কোভিড আক্রান্ত হয়েছেন ৪১ জন। যার জেরে পরিষেবা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
কোভিডের গ্রাফ ঊর্ধ্বমুখী থাকায় লাগাতার সচেতনতামূলক প্রচার সত্ত্বেও অনেকেরই হুঁশ ফিরছে না। এখনও চলছে মাস্ক ছাড়া ঘোরাঘুরি, শিকেয় উঠেছে দূরত্ব বিধি। এর মধ্যেই সংক্রমণের শৃঙ্খল ভাঙতে কোনও কোনও জায়গায় বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আগামী শনিবার একবেলা বন্ধ থাকবে চুঁচুড়া পুর এলাকা ও ব্যান্ডেল লাগোয়া পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি বাজার। কোভিড ঠেকাতে আগামী ৬ দিন বন্ধ থাকছে খড়গপুর IIT ক্যাম্পাস।
একাধিক রাজ্যে ভয়ঙ্কর গতিতে ছড়াচ্ছে সংক্রমণ। সেখানে দাঁড়িয়ে রাজ্যগুলিকে আরও সতর্ক হওয়ার কথা জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এদিকে, এরাজ্যে জারি বিধিনিষেধ জারি থাকলেও কিন্তু চিন্তা কমছে না কোভিডের (Covid-19) দাপট নিয়ে। রাজ্যে দৈনিক করোনা (Coronanavirus) সংক্রমণ ১০ হাজারের উপরেই। সোমবার রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Deaprtment) বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৩০ জন। সংক্রমণের সঙ্গেই একদিনে বাড়ল মৃত্যুর সংখ্যা। রাজ্যে করোনায় একদিনে ৩৪ জনের মৃত্যু।