মোহন প্রসাদ, দার্জিলিং: কার্শিয়ং থেকে মহানদী পর্যন্ত ফের চালু হল টয় ট্রেন পরিষেবা। মাত্র ৮ কিলোমিটার রাস্তায় এই পরিষেবার নাম রেড পাণ্ডা। সপ্তাহের ২ দিন মিলবে এই পরিষেবা।


৬ বছরের মাথায় ফিরল ‘হিমালয়া অন হুইলস’।  ফের আঁকাবাঁকা পাহাড়ি পথে টয় ট্রেনের কু ঝিক ঝিক। নতুন রূপে মিলছে বন্ধ হয়ে যাওয়া পরিষেবা, পোশাকি নাম রেড পাণ্ডা। শনিবার কার্শিয়ং থেকে মহানদী পর্যন্ত টয় ট্রেন পরিষেবা চালু করল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। 


রেল সূত্রে খবর, প্রায় ৮ কিলোমিটার রাস্তায় প্রতি শনি ও রবিবার ছুটবে টয় ট্রেন। ওই দু’দিন কার্শিয়ং থেকে সকাল ১১.১৫ মিনিটে ছাড়বে ট্রেন। মাঝে গিদ্দা পাহাড়ে বেশ কিছুক্ষণের জন্য থামবে ট্রেন। রাইড শেষ হবে মহানদী স্টেশনে। পর্যটনের মরশুমে অর্থাৎ মার্চ থেকে জুন ও অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মাথা পিছু ভাড়া ১,২০০ টাকা। বছরের বাকি সময় টিকিটের দাম হাজার টাকা। 


এনজেপির নর্থ ইস্ট ফ্রন্টেয়ার রেলওয়ের এডিআরএম সঞ্জয় চিল ওয়ারওয়া জানিয়েছেন, ২০১৫-তে এই রুটে টয় ট্রেন চালু হলেও কিছুদিন পরে তা বন্ধ হয়ে যায়। ওই সময় স্টিম ইঞ্জিনে চলত ট্রয় ট্রেন। নতুন পরিষেবায় ব্যবহার করা হচ্ছে ডিজেল ইঞ্জিন। 


দু’মাস আগেই নিউ জলপাইগুড়ি-আলিপুরদুয়ার রুটে শুরু হয়েছে ভিস্তাডোম ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। এবার কার্শিয়ঙে টয় ট্রেন চালু হওয়ায় পাহাড়ে পর্যটকদের ভিড় আরও বাড়বে বলে আশা করছেন হোটেল মালিকরা। 


করোনাকালে পাঁচ মাস বন্ধ থাকার পর কালিম্পংয়ে ফের চালু হল রিভার রাফটিং। তিস্তা আর রঙ্গিতের বুকে উথালপাথাল স্রোতে তরী ভাসালেন পর্যটকরা। উৎসবের মরশুম শুরুর মুখে রিভার রাফটিং চালু হওয়ায় উপার্জনের আশায় বুক বাঁধছেন কালিম্পংয়ের বাসিন্দারা।



পাহাড় থেকে দুরন্ত গতিতে সমতলের দিকে ধেয়ে চলেছে খরস্রোতা তিস্তা। তার দুর্নিবার স্রোতে ভাসলেন পর্যটকরা। করোনাকালে ৫ মাস বন্ধ থাকার পর কালিম্পং জেলায় তিস্তা ও তার উপনদী রঙ্গিতের বুকে ফের শুরু হল রিভার রাফটিং। রাফটিং শেষে এদিন নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন মধ্যপ্রদেশের বাসিন্দা বিশ্বজিৎ সিংহ গউর।


সাদা অর্কিডের জন্য বিখ্যাত কালিম্পংয়ের নিসর্গ শোভা এমনিতেই পর্যটকদের প্রিয়। আর এই সুন্দরী পাহাড়ি জেলাতেই তিস্তার বুকে এসে মিশেছে অসমের দীর্ঘতম নদী রঙ্গিত। সেই নদীর বুকেই এখন চলছে হুটোপুটি। লাবারবোতে থেকে কিরনি এবং লাবারবোতে থেকে ভালুখোলা - দুটি রুটে শুরু হয়েছে রিভার রাফটিং। লাবারবোতে থেকে কিরনি, ৭ কিলোমিটার রিভার রাফটিংয়ের জন্য বোট পিছু ভাড়া ৫ হাজার টাকা। লাবারবোতে থেকে ভালুখোলা, ৩ কিলোমিটার রিভার রাফটিংয়ের জন্য বোট পিছু ভাড়া ৪ হাজার টাকা। একটি বোটে গাইড সহ থাকবেন মোট ৬ জন।


টয়ট্রেন থেকে জঙ্গল সাফারি, ভিস্তা ডোম থেকে  রিভার রাফটিংসব মিলিয়ে পুজোর ছুটিতে উত্তরবঙ্গ জমজমাট। কালিম্পংয়ে মোট ৫০টি রাফটিং বোট রয়েছে। করোনা পরিস্থিতিতে ২৫টি বোট নিয়ে শুরু হয়েছে রাফটিং। উদ্যোক্তাদের আশা, পুজোর মরশুমে কালিম্পংয়ে পর্যটক টানবে এই রাফটিং। তার হাত ধরে রুটিরুজির ছন্দে ফিরতে পারবেন এলাকার অনেকে। তিস্তা-রঙ্গিত রিভার রাফটিং ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি রোশন ভুজেল বলেন,“ভাল হল চালু হয়ে। এখানকার যুবকরা কাজ পাবে।’’