অরিত্রিক ভট্টাচার্য, মোহন প্রসাদ, উমেশ তামাং, দার্জিলিং : কলকাতার গরম থেকে বাঁচতে অনেকে এই সময় পাহাড়ে চলে যান। কিন্তু, সেখানেও স্বস্তির লেশমাত্র নেই। উল্টে পাহাড়ে বেড়াতে যাওয়া যাত্রীদের কপালে জুটেছে অন্য বিড়ম্বনা। পাহাড়ে কোনও  বছরই এত গরম পড়ে না , যে পাখার দরকার হয়। পাখা বা এসি , দার্জিলিংয়ের হোটেলগুলিতে অমিল। কিন্তু এবার নজিরবিহীন তাপমাত্রা। আশ্বিনে পাহাড়ে তাপমাত্রা চড়ছে ২৯ এর কাছাকাছি। সেই সঙ্গে চড়া রোদ । ফলে গায়ে সোয়েটার তো দূরের কথা, হোটেলে একটু পাখার বাতাস চাইছেন পর্যটকরা। 


রবিবার দার্জিলিং-এর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৮ ডিগ্রি বেশি। গরমের জন্য পর্যটকরা দুপুরে হোটেলের বাইরে বেরোচ্ছেনই না। পরিস্থিতি এমন যে , পাহাড়ের পড়ুয়াদের কথা মাথায় রেখে, শিক্ষমন্ত্রীর কাছে স্কুলের সময় পরিবর্তনের আর্জি জানিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।

কিন্তু হঠাৎ পাহাড়ে এমন তাপমাত্রা কেন ? পরিবেশ আন্দোলন কর্মী রাজ বসু এর জন্য দায়ী করছেন, বছরের পর বছর ধরে পাহাড়ে হয়ে চলা অপরিকল্পিত নির্মাণকে। আর এই নির্মাণ বাড়ার কারণে গরমও বাড়ছে । 


আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত মনে করছেন, ' কোনও জায়গায় বাধা না পেয়ে সূর্যরশ্মি পড়লে গরম বাড়ে। দার্জিলিংঙে গরমের কারণ এটাই। দক্ষিণবঙ্গে নিম্নচাপ ছিল। উত্তরের আকাশের পরিষ্কার হওয়ার কারণে গরম বেড়েছে।'


তবে মঙ্গলবার থেকে পাহাড়ে হাওয়া বদলের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। দার্জিলিঙের পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দফতরের। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও মালদায় ভারী বৃষ্টি হতে পারে।  বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবারও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 


অন্যদিকে জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে পুজোর আগে বাংলায় ফের ভারী বৃষ্টির আশঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর।  একদিকে পশ্চিম ভারত থেকে ধীরে ধীরে বর্ষার বিদায় পর্ব শুরু হচ্ছেস, অন্য দিকে আবার বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন কলকাতায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Weather Update: অস্বাভাবিক আর্দ্রতা ও গরমে নাজেহাল বঙ্গবাসী, কবে মিলবে স্বস্তি? জানাল আবহাওয়া দফতর