আবীর দত্ত, কলকাতা : রবিনসন স্ট্রিটের ছায়া এবার বেলেঘাটায় । ৯০ বছরের বৃদ্ধা মায়ের মৃতদেহ আগলে রইলেন মেয়ে! করলেন না দাহ । অবশেষে বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে ঘটনা এল প্রকাশ্যে।
হাওড়ার পর এবার বেলেঘাটা। ফের প্রিয়জনের দেহ আগলে বসে থাকার ঘটনা ঘটল শহরে। এবার বেলেঘাটার বদন রায় লেনে। বাবা ব্যবসায়ী মেয়েও পঞ্চাশোর্ধ্ব। জানা গিয়েছে, মা মারা যাওয়ার পরও অন্ত্যেষ্টিক্রিয়া করেননি মেয়ে। বরং দেহ রেখে দিয়েছিলেন বাড়িতেই। ক্রমেই পচতে শুরু করে দেহ। দুর্গন্ধ ছড়িয়ে পড়ে বাইরেও। কটু গন্ধ পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রশ্ন করেন মেয়েকে। তখনই তিনি জানান , তাঁর মা মারা গিয়েছে। প্রতিবেশীদের দাবি, মা মারা যাওয়ার পরও নির্বিকার ছিল মেয়ে। জল আনতেও যায় পাড়ায়। সেখানেই পড়শিদের প্রশ্নে বেরিয়ে আসে মায়ের মৃত্যুর কথা। প্রতিবেশীদের দাবি, তখনই মেয়ে জানায়, মায়ের মৃত্যু হয়েছে।
বেলেঘাটা থানায় খবর দেন স্থানীয়রাই। বৃদ্ধার পচাগলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের দাবি, বৃদ্ধার মেয়ে মানসিকভাবে অসুস্থ। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া হতে পারে। বেশ কয়েকদিন আগে বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।
আরও পড়ুন :
শাঁখা-সিঁদুর পরা বন্ধ করায়, পরকীয়া-সন্দেহ, স্ত্রীকে খুন করল স্বামী
এই ধরনের ঘটনা শুধু রবিনসন স্ট্রিটে নয়। বারবার ঘটেছে এই রাজ্যেই। ঠিক দুদিন আগে এরকম আরও একটি ঘটনা প্রকাশ্যে আসে হাওড়ায়। স্ত্রীর মৃতদেহ আগলে বসেছিলেন স্বামী। দুই দিন আগে সকালে সমীক্ষার কাজে গিয়ে চক্ষু চড়কগাছ হয়ে যায় হাওড়া পুরসভার স্বাস্থ্য কর্মীদের। খবর পেয়ে ৬৭ বছরের তপতী চক্রবর্তীর পচাগলা দেহ উদ্ধার করে জগাছা থানার পুলিশ। পুলিশের অনুমান, ৪-৫দিন আগে মৃত্যু হয়েছে মহিলার। বৃদ্ধকে ভর্তি করা হয় হাসপাতালে।
হাওড়ার জগাছা থানা নন্দীপাড়ার এই বাড়িতে বছর ৭০-এর স্ত্রীর সঙ্গে থাকতেন ৭৫ বছরের তুষার চক্রবর্তী। একমাত্র মেয়ে থাকেন হায়দরাবাদে। প্রতিবেশীদের দাবি, গত কয়েক দিন বৃদ্ধ দম্পতির কাউকেই বাড়ির বাইরে দেখা যায়নি।
শুক্রবার থেকে এলাকায় ছড়াতে থাকে দুর্গন্ধ। শনিবার সকালে সমীক্ষার কাজে বাড়িতে আসেন হাওড়া পুরসভার কর্মীরা। তাঁদের দাবি, বন্ধ ঘর থেকে তীব্র দুর্গন্ধ বেরোচ্ছিল। ডাকাডাকি করে কারও সাড়া না পেয়ে খবর দেওয়া হয় প্রতিবেশীদের। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে আসে পুলিশ। দরজা ভেঙে উদ্ধার করা হয় ৭০ বছরের তপতী চক্রবর্তীর পচাগলা দেহ। স্থানীয় সূত্রে খবর, বৃদ্ধের স্ত্রী তপতী দীর্ঘদিন অসুস্থ ছিলেন। বৃদ্ধকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বার্ধক্যজনিত অসুখে ভুগছেন বৃদ্ধ। রয়েছে পুষ্টির অভাব