কলকাতা: তৃণমূল সরকারের (TMC Government) ১১ বছর বর্ষপূর্তির আগের দিনই বিস্ফোরক দেবাংশু ভট্টাচার্য। ফেসবুক পোস্টে দেবাংশু লিখেছেন, "গতবছর ঠিক আজকের দিন পর্যন্ত রাজ্যে যে তৃণমূলটা ছিল, সেটাই নিষ্কলুষ। ধান্দাবাজহীন, অকৃত্রিম, প্রকৃত তৃণমূল।'' "তারপর তো বন্যা এল! গঙ্গার জল, ড্রেনের জল সব মিলেমিশে একাকার! তবুও দলে একটা স্ট্রং ফিল্টার আছে বলেই বিশ্বাস। তারা পিছনের সারিতেই থাকবেন, সেটাও বিশ্বাস করে দলের কর্মীরা।''ফেসবুক পোস্টে বিস্ফোরক দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। আর বিতর্ক শুরু হতেই ফেসবুক পোস্ট মুখে দেন তৃণমূল নেতা। লেখেন, "শেষ পোষ্টের অর্থ হয়ত ঠিকঠাক বোঝাতে পারিনি। অকারণ বিতর্ক হচ্ছে। তাই পোস্ট ডিলিট করলাম।''


ফেসবুক পোস্টে বিস্ফোরক দেবাংশু ভট্টাচার্য: এবিষয়ে তৃণমূল নেতা বলেন, "গত বছর ২ মে ভোটের ফলাফল প্রকাশ হয়। ১ মে তারিখ পর্যন্ত যাঁরা দলটা করেছেন, সেই নেতা, কর্মীরা দলের পক্ষে একটা ক্রিম লেয়ার। পরে যখন দল আবার ক্ষমতা এসেছে, অনেকেই দলে যোগ দিয়েছেন। দলে একটা স্ট্রং ফিল্টার আছে। দলের নেতা কর্মীরা বিশ্বাস করেন, তাঁরা যেমন জায়গায় ছিলেন, দল তাঁদের তেমন জায়গাতেই রাখবে। গত বছর ১ মে পর্যন্ত যাঁরা ছিলেন দলে তাঁরাই দলের আসল সম্পদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মীদের উপরই দলটা টিকে আছে। ৯৯ শতাংশ তৃণমূলের প্রকৃত কর্মীরাই আছেন। তাতে  ১ শতাংশ নতুন মানুষ হয়ত যোগ দিয়েছেন। 


 



দেবাংশু ভট্টাচার্যের প্রথম পোস্ট



ফেসবুক পোস্ট ডিলিট দেবাংশুর: বিতর্ক তৈরি হতেই পোস্ট ডিলিট করে দেন তৃণমূল নেতা। কেন ডিলিট করেছেন তাঁর কারণও জানান, দেবাংশু ভট্টাচার্য। ফেসবুকে লেখেন, "শেষ পোষ্টের অর্থ হয়ত ঠিকঠাক বোঝাতে পারিনি। অকারণ বিতর্ক হচ্ছে। তাই পোস্ট ডিলিট করলাম। কর্মীরাই দলের সম্পদ। সবাইকে নিয়ে চলতে হবে। তৃণমূল কংগ্রেস শৃঙ্খলাবদ্ধ দল। দলের সিদ্ধান্তের উপর ভরসা রাখতে হবে। এই দলে কর্মীদের স্বার্থ সবার আগে দেখা হয়। কারণ, এই দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।''