নয়াদিল্লি: অসুস্থ অনুব্রত মণ্ডল, দাবি অনুব্রত মণ্ডলের আইনজীবীর। কাল অনুব্রত মণ্ডলকে আদালতে পেশ করবে ইডি। কালই ১৪ দিনের ইডি হেফাজত শেষ হচ্ছে অনুব্রত মণ্ডলের। কাল পাঠানো হবে তিহাড় জেলে, জানালেন অনুব্রতর আইনজীবী। আজই তিহাড় জেলে পাঠানো হয়েছে অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারিকে। জেলের মধ্যে হাসপাতালে চিকিৎসার দাবি অনুব্রতর আইনজীবীর। কাল যখন অনুব্রতকে আদালতে পেশ করা হবে তখন জানানো হবে দাবি, জানালেন অনুব্রতর আইনজীবী। এখন তিহাড় জেলে বন্দি সায়গল হোসেন, এনামুল হক, মণীশ কোঠারি। 


কাল অনুব্রত মণ্ডলকে দিল্লির আদালতে পেশ করবে ইডি। তার আগে আজ, ফের দিল্লিতে ইডির হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্য়া। সূত্রের খবর, কাল অনুব্রতর জেল হেফাজতের আবেদন জানাতে পারে ইডি। সেক্ষেত্রে অনুব্রতরও ঠিকানা হবে তিহাড় জেল।


গরু পাচার মামলায়, ED-হেফাজত শেষে মঙ্গলবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হবে অনুব্রত মণ্ডলকে। তার আগে সোমবার, ফের ED-র কাছে হাজিরা এড়ালেন অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল। যার জেরে আপাতত অনুব্রত ও তাঁর মেয়েকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সুযোগ পেল না ইডি। সূত্রের দাবি, মঙ্গলবার আদালতে অনুব্রত মণ্ডলের জেল হেফাজতের আবেদন করতে পারে তারা। ইতিমধ্যেই তিহাড় জেলে রয়েছেন অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন। সোমবার, অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও তিহাড় জেলে পাঠিয়েছে আদালত।


এই অবস্থায়, অনুব্রত মণ্ডলও তিহাড়ে পৌঁছলে, ত্রয়ীর আপাতত ঠিকানা হবে দিল্লির এই জেল!এদিকে, মঙ্গলবার, অনুব্রতর হিসাব রক্ষক মণীশ কোঠারিকে আদালতে পেশ করে ইডি। মণীশকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। সোমবার, দিল্লিতে ED-র সদর দফতরে,  হাজিরা দিতে বলা হয় সুকন্য়ার গাড়ির চালক তুফান মিদ্যা এবং অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল ছাত্র পরিষদের নেতা কৃপাময় ঘোষকেও। এদিন, তুফান মিদ্যা এবং কৃপাময় ঘোষও ED-র কাছে হাজিরা দেননি। অনুব্রত মণ্ডলের মামলায় বাকিদের জিজ্ঞাসাবাদের জন্য় এবার ই়ডি কী কৌশল নেয়, সেদিকেই সবার নজর।


সায়গল হোসেনের পর এবার মণীশ কোঠারিরও ঠিকানা তিহাড় জেল। গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন এই জেলেই রয়েছেন। আজ রাউস অ্যাভিনিউ কোর্টে অনুব্রতর হিসাব রক্ষক মণীশ কোঠারিকে পেশ করে ইডি। মণীশকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। গরুপাচারকাণ্ডে সায়গল ছাড়াও এই মুহূর্তে তিহাড় জেলে বন্দি  গরু ব্যবসায়ী এনামুল হক ও বিএসএফের প্রাক্তন কমাডান্ট সতীশ কুমার। গরুপাচার মামলায় এনামুল ও সতীশ কুমার সিবিআইয়ের হাতে গ্রেফতার হন। সিবিআই মামলায় তাঁরা জামিন পেলেও, ইডি-র মামলায় ২ জনে তিহাড় জেলে বন্দি।