ঝিলম করঞ্জাই, কলকাতা: বাছাই প্রার্থীদের শূন্যপদে নিয়োগের দাবিতে এবার স্বাস্থ্য ভবনের (Swastha Bhawan) সামনে নার্সিং চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। নার্সিং চাকরিপ্রার্থীদের দ্বিতীয় দিনের বিক্ষোভ ঘিরে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ব্যারিকেড ভাঙার চেষ্টা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারী নার্সদের। বৃষ্টির মধ্যেই স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে পড়েন তাঁরা।
ঠিক কী অভিযোগ?
এদিন স্বাস্থ্য ভবনের (Swastha Bhawan) সামনে জড়ো হওয়ায় বিক্ষোভকারীদের সরে যেতে বলে পুলিশ। এরপর রাস্তার আরেকদিকে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন নার্সিং (Nursing) চাকরিপ্রার্থীরা। এর আগে গতকাল চাকরির দাবিতে সল্টলেকে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের (West Bengal Health Recruitment Board) সামনে নার্সিং চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, নার্সিং-স্টাফ নিয়োগে দুর্নীতি হয়েছে। ২০২১-এর নভেম্বরে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ করা হয়নি। অভিযোগ, ৬ হাজারের বেশি সিট থাকলেও চাকরি দেওয়া হয়েছে ২১০০ জনকে। যাঁদের নিয়োগ করা হয়েছে, তাঁদের কারও আবেদনের জন্য রেজিস্ট্রেশন নেই। কারও আবার ইন্টারভিউ পর্যন্ত হয়নি। অনেকে আবার ইন্টারভিউয়ে পাস করেও চাকরি পাননি বলে অভিযোগ। স্বচ্ছতার সঙ্গে দ্রুত নিয়োগের দাবিতে, সোমবার, স্বাস্থ্য ভবনের সামনের রাস্তা অবরোধ করেন চাকরিপ্রার্থীরা।
কী দাবি চাকরিপ্রার্থীদের?
চাকরিপ্রার্থীদের দাবি, তাঁরা বাছাই করা প্রার্থী। যে শূন্যপদ রয়েছে সেই পদে তাঁদের নিয়োগ করতে হবে। তাঁদের দাবি, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের (West Bengal Health Recruitment Board) সামনে বিক্ষোভ দেখানোর পরেও কোনও আধিকারিক দেখা করেননি। এরপরই আজ স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য কর্তাদের সঙ্গে কথা বলতে কয়েকজন প্রতিনিধি যান। এক প্রতিনিধি জানান, স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে কথা হয়নি। এক আধিকারিক স্ট্যাম্প দিয়ে ডেপুটেশনের কপি দিয়েছেন। শুক্রবারের মধ্য়ে জানাবেন, একটা তারিখ দেবেন এবং আলোচনায় বসবেন। যদিও পরবর্তী পদক্ষেপ নিয়ে কোনও সিদ্ধান্তের কথা জানানি চাকরিপ্রার্থীরা।
মেলেনি রফাসূত্র: ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের (West Bengal Health Recruitment Board) সামনে গতকাল নার্সিং চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখান। ওয়েস্ট বেঙ্গল হেলফ রিক্রুটমেন্ট বোর্ডের দফতর থেকে একটি গাড়ি বেরোতে দেখলে গাড়িটিকে ঘিরে ধরেন চাকরিপ্রার্থীরা। বিক্ষোভে অসুস্থ হয়ে পড়েন বেশকয়েকজন চাকরিপ্রার্থী। বিক্ষোভকারীদের ৪ প্রতিনিধি ওয়েস্ট বেঙ্গল হেলফ রিক্রুটমেন্ট বোর্ডের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেও, কোনও রফাসূত্র মেলেনি। বিক্ষোভ-অবরোধের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।
আরও পড়ুন: Eastern Railway Train Cancel: মালদার ওপর দিয়ে যাওয়া ১২ জোড়া এক্সপ্রেস ট্রেন বাতিল পূর্ব রেলের