করুণাময় সিংহ, মালদা: ব্যান্ডেল-শক্তিগড় শাখায়, থার্ড লাইন সম্প্রসারণের কাজের জন্য এবার মালদার ওপর দিয়ে যাওয়া ১২ জোড়া এক্সপ্রেস ট্রেন বাতিল করল পূর্ব রেল। রুট পরিবর্তন করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের। মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার জানিয়েছেন, হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেস, বালুরঘাট এক্সপ্রেস, তিস্তা তোর্সা এক্সপ্রেস, রাধিকাপুর এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস-সহ বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। ২৭ থেকে ৩০ মে, চারদিন বন্ধ থাকবে মালদা দিয়ে ১২ জোড়া এক্সপ্রেস ট্রেনের চলাচল।


১২ জোড়া এক্সপ্রেস ট্রেন বাতিল: লক্ষ্য ট্রেনের গতি ও যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়ানো। সেকারণেই ব্যান্ডেল-শক্তিগড় শাখায় চলছে থার্ড লাইনের সম্প্রসারণ। আর তার জেরে একাধিক এক্সপ্রেস এবং লোকাল ট্রেন বাতিল, রুট পরিবর্তন ও সময়সূচি বদল করা হয়েছে। আগামী শুক্রবার দুপুর ৩টে থেকে সোমবার দুপুর ৩টে পর্যন্ত, অর্থাৎ ৭২ ঘণ্টা বন্ধ ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল। ওই সময়ের মধ্যে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি মেল, প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেন। এই বিজ্ঞপ্তি জারি করেছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী।


ট্রেনের বাতিলের সিদ্ধান্ত: পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ২৭ মে বর্ধমানের জন্য হাওড়া থেকে শেষ লোকাল ট্রেন ছাড়বে বেলা সাড়ে ১২টায়। উল্টোদিকে, হাওড়ার জন্য বর্ধমান থেকে শেষ লোকাল ছাড়বে বেলা ১২.২৫ মিনিটে। ওইদিন ব্যান্ডেলের জন্য হাওড়া থেকে শেষ লোকাল ছাড়বে দুপুর ১.৩৩-এ। দুপুর ২.১২ মিনিটে ব্যান্ডেল থেকে হাওড়ার জন্য শেষ লোকাল ট্রেন ছাড়বে। কাটোয়ার জন্য হাওড়া থেকে শেষ লোকাল চলবে বেলা ১২.১০-এ। আর হাওড়ার জন্য কাটোয়া থেকে শেষ লোকাল ছাড়বে সকাল ১০.২০ মিনিটে। অন্যদিকে, ৩০ মে বর্ধমানের জন্য হাওড়া থেকে প্রথম লোকাল ট্রেন ছাড়বে দুপুর ২.২০ মিনিটে। অপরদিকে, হাওড়ার জন্য বর্ধমান থেকে প্রথম লোকাল চলবে দুপুর ২.৪০ মিনিটে। ওইদিন ব্যান্ডেলের জন্য হাওড়া থেকে প্রথম লোকাল ট্রেন ছাড়বে দুপুর ২.৪০-এ। দুপুর ৩.১০-এ হাওড়ার জন্য ব্যান্ডেল থেকে ছাড়বে প্রথম লোকাল। সেদিন কাটোয়ার জন্য হাওড়া থেকে প্রথম লোকাল চলবে দুপুর আড়াইটেয়। কাটোয়া থেকে হাওড়ার জন্য প্রথম লোকাল ট্রেন ছাড়বে দুপুর ২.৪৫ মিনিটে।


পূর্ব রেল সূত্রে আরও খবর, ২৭ তারিখ ৩টে পর থেকে হাওড়া ও চুঁচুড়ার মধ্যে ৮ জোড়া স্পেশাল লোকাল ট্রেন চলবে। ২৮ ও ২৯ তারিখ ১৮ জোড়া স্পেশাল লোকাল ট্রেন চলবে হাওড়া ও চুঁচুড়ার মধ্যে। সেদিন ১৪ জোড়া স্পেশাল লোকাল ট্রেন চলবে বর্ধমান ও খন্যানের মধ্যে। অন্যদিকে, ৩০ তারিখ দুপুর ৩টে পর্যন্ত হাওড়া ও চুঁচুড়ার মধ্যে লোকাল ট্রেন চলবে ১০ জোড়া। বর্ধমান ও খন্যানের মধ্যে চলবে ৭ জোড়া লোকাল ট্রেন। ৫ জোড়া লোকাল ট্রেন চলবে কাটোয়া ও ত্রিবেণীর মধ্যে। শুক্র ও সোমবার, সপ্তাহের দু’টি কাজের দিনে অনেকটা সময় ট্রেন পরিষেবা বন্ধ থাকায় অফিসযাত্রীদের দুর্ভোগে পড়ার আশঙ্কা রয়েছে। রেলের দাবি, ভবিষ্যতের কথা চিন্তা করেই এই পদক্ষেপ।


আরও পড়ুন: Jalpaiguri News: অর্জুন সিংহকে নিয়ে অস্বস্তির মাঝেই, ফের জলপাইগুড়িতে বিজেপিতে ভাঙন