করুণাময় সিংহ, মালদা: এবার মালদাতেও ডেঙ্গির কোপে মৃত্যু। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মারা গেল এক কিশোর। মৃত্যু হয়েছে সুজাপুরের ১৩ বছরের এক কিশোরের।
মেডিক্যালে মৃত্যু:
ডেঙ্গি আক্রান্ত হয়ে মালদা মেডিক্যাল কলেজে মৃত্যু হয়েছে ওই কিশোরের। চিকিৎসায় গাফিলতির অভিযোগ করেছে মৃতের পরিবার। যদিও গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার পুরঞ্জয় সাহা জানিয়েছেন, ডেঙ্গি শক সিনড্রোমে মৃত্যু হয়েছে আক্রান্তের।
কয়েকদিন ধরেই ছিল জ্বর:
মৃত ওই কিশোরের বাড়ি কালিয়াচক থানার সুজাপুর সাড়ানপাড়া এলাকায়। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল সে। পরিবারের তরফে রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গি ধরা পড়ে বলে সূত্রের খবর। মঙ্গলবার গুরুতর অসুস্থ অবস্থায় ওই কিশোরকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই মৃত্যু হয় ওই কিশোরের। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার ফলে মৃত্যু হয়েছে এই কিশোরের। এই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। রাতে পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
হুগলিতেও মৃত্যু:
এর আগে হুগলি জেলা থেকে ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর খবর মিলেছিল। মৃতের নাম কায়ানাত পরভিন। বছর ১৫-র কিশোরী বৈদ্যবাটি পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। জ্বর থাকায় শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করা হয়েছিল, পরে রাতেই মৃত্যু হয় ওই কিশোরীর। সাফাই ও মশা নিধনে পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। একমাসে হুগলিতে ডেঙ্গি আক্রান্ত হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হল। আক্রান্তের সংখ্যা বাড়ছে দ্রুতই। বর্ষা গেল। শীত উঁকি দিচ্ছে শহরে। অথচ ডেঙ্গির প্রকোপ কমার লক্ষণ নেই।
যখন মালদায় এই ঘটনা ঘটেছে তখন কলকাতার একটি মেডিক্যাল কলেজে দেখা মিলেছে ভয়াবহ একটি ছবির। কলকাতার বুকে এনআরএস হাসপাতাল। সেখানেই মেডিক্যাল কলেজ চত্বরে হাসপাতালের প্রশাসনের উল্টোদিকে তৈরি হচ্ছে একটি বিল্ডিং। নির্মাণকাজের জন্যই সেখানে জল জমে রয়েছে। আর সেখানে দেখা গেল অসংখ্য মশার লার্ভা। যখন রাজ্যজুড়ে ডেঙ্গির কোপ পড়ছে। জল জমার বিরুদ্ধে লাগাতার প্রচার করছে প্রশাসন। বিভিন্ন জায়গায় অভিযানও করা হচ্ছে। তখন খোদ মেডিক্যাল কলেজে দেখা মিলল এমন ছবির। এই ঘটনা নিয়ে অভিযোগ জানিয়েছেন এক স্থানীয় বাসিন্দা। চিকিৎসকরাও জানাচ্ছেন, জমা জলে কতটা বিপদ হতে পারে। ফলে আশঙ্কার কথা রয়েছে। হাসপাতাল চত্বরে জল জমার সমস্যার কথা কার্যত মেনে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষও।
আরও পড়ুন: রাজ্যে ডেঙ্গি দাপট, তারমধ্য়েই NRS হাসপাতালে জমা জলে দেখা মিলল মশার লার্ভার