ঝিলম করঞ্জাই, কলকাতা: রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। মঙ্গলবার রাত পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার পার। নানা হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত রোগীদের ভিড়। এরইমধ্যে আতঙ্কের ছবি খোদ সরকারি মেডিক্যাল কলেজে। কলকাতার বুকে এনআরএস হাসপাতাল। সেখানেই মেডিক্যাল কলেজ চত্বরে হাসপাতালের প্রশাসনের উল্টোদিকে তৈরি হচ্ছে একটি বিল্ডিং। নির্মাণকাজের জন্যই সেখানে জল জমে রয়েছে। আর সেখানে দেখা গেল অসংখ্য মশার লার্ভা। যখন রাজ্যজুড়ে ডেঙ্গির কোপ পড়ছে। জল জমার বিরুদ্ধে লাগাতার প্রচার করছে প্রশাসন। বিভিন্ন জায়গায় অভিযানও করা হচ্ছে। তখন খোদ মেডিক্যাল কলেজে দেখা মিলল এমনন ছবির।


বারবার অভিযোগ:
এই ঘটনা নিয়ে অভিযোগ জানিয়েছেন এক স্থানীয় বাসিন্দা। ওই বাসিন্দার নাম দেবাশিস দত্ত। তিনি বলছেন, 'সরকার বলছে, অথচ পরিষ্কার করছে না।' মেডিক্যাল কলেজে জল জমা নিয়ে ক্ষোভ জানিয়েছেন তিনি। চিকিৎসকরাও জানাচ্ছেন, জমা জলে কতটা বিপদ হতে পারে। ফলে আশঙ্কার কথা রয়েছে। হাসপাতাল চত্বরে জল জমার সমস্যার কথা কার্যত মেনে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষও। 


এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট ইন্দিরা দে বলেন, 'আমরা জানি জল জমার ব্যাপারটা। তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।'


মশা মারতে মাছে ভরসা:
নির্মাণকর্মীদের দাবি, মশার হাত থেকে রেহাই পেতে, জমা জলে ছাড়া হয়েছে গাপ্পি মাছ। 


স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে,  মঙ্গলবার, একদিনে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৮২৭। এই পরিস্থিতিতে এনআরআস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ছবি উদ্বেগ বাড়াচ্ছে। 

ডেঙ্গি বিক্ষোভ:
কলকাতায় আগেই ডেঙ্গি বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। এবার হাওড়া পুরসভাও অভিযান করল বিজেপির যুব মোর্চা। তা ঘিরে ধুন্ধুমার বাঁধে এলাকায়। পুরসভা অভিযান ঘিরে পুলিশের সঙ্গে তীব্র ধস্তাধস্তি হয়। কয়েকজন ব্যারিকেড টপকাতে গেলে বাধা দেয় পুলিশ। ব্যারিকেডের সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান বিজেপির যুব মোর্চার সদস্যরা। প্রায় এক ঘণ্টা ধরে চলে এই অবস্থা।  


মুখ্যমন্ত্রীর বক্তব্য:
এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'পুজোর পর ডেঙ্গি বেড়েছে। শীতে আর থাকবে না। এখন কম আছে। ২১ তারিখ একটা বৈঠক করব, ডেঙ্গি নিয়ে আলোচনা হবে।' গত কয়েক দিনে ধাপে ধাপে নামছে তাপমাত্রার পারদ। এবার কি সত্যিই থামবে মৃত্যুমিছিল?


আরও পড়ুন: বাদুড়িয়ায় দুই তৃণমূল নেতার ব্যানার-যুদ্ধ, মেলার আয়োজন নিয়ে প্রকাশ্যে শাসকদলের কোন্দল