ঝিলম করঞ্জাই, কলকাতা: ক্রমেই বাড়ছে উদ্বেগ। কলকাতায় আরও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হল। মৃত ব্যক্তি বাঁশদ্রোণীর (Bansdroni) বিধানপল্লির বাসিন্দা। যদিও ডেথ সার্টিফিকেটে (Death Certificate) উল্লেখ করা হয়েছে যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। এই নিয়ে রাজ্যে ১৯ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু (Dengue Death) হয়েছে বলে সূত্রের খবর।
ফের শহরে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু
দিনে দিনে আতঙ্কের অপর নাম হয়ে উঠছে ডেঙ্গি। ঝড়ের গতিতে ছড়াচ্ছে মশাবাহিত এই রোগ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, শুধু মঙ্গলবারই রাজ্যে ৯৬৫ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। আর এখনও পর্যন্ত রাজ্যে ১৯ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। মঙ্গলবার শহরের এক হাসপাতালে কলকাতার আরও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। মৃতের নাম সুব্রত সরকার। বয়স ৬১। তিনি বাঁশদ্রোণীর, বিধানপল্লির ১১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, দিন তিনেক ধরে জ্বরে ভুগছিলেন সুব্রত সরকার। সোমবার রাতে বাড়িতে আচমকাই জ্ঞান হারান। তড়িঘড়ি উডল্যান্ডস হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাঁকে। মঙ্গলবার সকালে পরীক্ষায় ডেঙ্গি NS1 অ্যন্টিজেন পজিটিভ ধরা পড়ে। কার্ডিয়াক অ্যারেস্টও হয় সুব্রতর। বিকেলেই হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
কলকাতা পুরসভার ১১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিতা করের কথায়, 'ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হওয়ার পর জানা যায় তিনি ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। তবে মৃত্যু হয়েছে তিনবার স্ট্রোক হওয়ার কারণে।'
আরও পড়ুন: Kolkata: 'বিজেপি নয়, সিপিএমের বড় মিছিলে খুশি হব', বামেদের প্রশংসায় সৌগত
ডেঙ্গির ক্ষেত্রে দ্রুত প্লেটলেট কমে যাওয়াটা মারাত্মক হয়ে উঠতে পারে। আর ডেঙ্গি যেভাবে ছড়াচ্ছে, তাতে সকলকে অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। গতবছর পর্যন্ত আতঙ্কের কারণ ছিল করোনা সংক্রমণ। এবার সেই জায়গা নিয়েছে ডেঙ্গি। আতঙ্ক বাড়াচ্ছে আক্রান্তের সংখ্যা এবং একের পর আক্রান্তের মৃত্যু।
গতকাল শিলিগুড়িতে (Siliguri), আবার এক ডেঙ্গি আক্রান্তের (Dengue) মৃত্যু। এবার মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল সাড়ে তিন বছরের এক শিশুর। ৬ দিনে ৩ জন! শিলিগুড়িতে, গত ৬ দিনে, মৃত্যু হল ৩ ডেঙ্গি আক্রান্তের। আর আতঙ্ক কিংবা আশঙ্কা নয়, রাজ্যে দিনে দিনে ভয়ঙ্কর আকার নিচ্ছে ডেঙ্গি! সূত্রের দাবি এখনও অবধি রাজ্যে ১৮ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। তারমধ্যে ৩ জন শিলিগুড়ির বাসিন্দা। মঙ্গলবার, শিলিগুড়ি জেলা হাসপাতালে, মৃত্যু হয়, ডেঙ্গি আক্রান্ত সাড়ে ৩ বছরের শিশুর।