সুনীত হালদার, হাওড়া: হাওড়ায় (Howrah) ডেঙ্গিতে (Dengue) মৃত্যু এক মহিলার। মৃত ওই মহিলার নাম নিতু সিংহ (৩১)। গতকাল মৃত্যু হয়েছে তাঁর। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি ফিভার এবং ডেঙ্গি হেমারেজিক সিনড্রোমের উল্লেখ।                                 


ডেঙ্গিতে মৃত্যু এক মহিলার: রাজ্য়ে ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্য়ু। হাওড়া ময়দান এলাকার বাসিন্দা ওই গৃহবধূ। পরিবার সূত্রে জানা গিয়েছে, দিন দশেক আগে গায়ে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। প্রথমে নিয়ে যাওয়া হয় হাওড়া হাসপাতালে। সেখানে ICU -তে বেড খালি না থাকায় নিয়ে যাওয়া হয় উত্তর হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। সেখানে প্রথমে ICU- তে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হয়। ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। গতকাল সকাল সাড়ে সাতটা নাগাদ তাঁর মৃত্যু হয়। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসাবে ডেঙ্গি ফিভার এবং ডেঙ্গি হেমারেজিক সিনড্রোমের উল্লেখ আছে।                           


এদিকে ডেঙ্গিতে মৃত্য়ু হল অর্থোপেডিকের স্নাতকোত্তরের পড়ুয়ার। বেশ কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন অনিমেষ মাখি নামে এসএসকেএমের ওই পড়ুয়া। এসএসকেএমেই চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ সকাল সাড়ে ৬টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য়ু হয় তাঁর। হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শেষের দিকে তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়। তাঁর শরীরে রক্তক্ষরণ হচ্ছিল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।                        


চারিদিকে যখন উৎসবের মেজাজ, আলোর রোশনাই।তখনও ঘরে ঘরে অন্ধকার নামিয়ে আনছে ডেঙ্গি। দিনকয়েক আগে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কলকাতা পুরসভার ১০৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মামণি নস্করের। সন্তোষপুরের বাসিন্দা বছর ৪৫-এর ওই মহিলা ইএম বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন চতুর্থীর দিন। আর পঞ্চমীর দিন তাঁর মৃত্যু হয়েছে। মাত্র ১৭ ঘণ্টা ভর্তি ছিলেন হাসপাতালে। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে।  এনিয়ে বেসরকারি মতে, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬৭।                          


আরও পড়ুন: Ration Scam: বাজেয়াপ্ত মোবাইল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ জ্য়োতিপ্রিয়র