ঝিলম করঞ্জাই ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja 2022) আগে থেকেই আশঙ্কা বাড়ছিল! পুজোর পর রাজ্যের ডেঙ্গি (Dengue Situation) পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক চেহারা নিচ্ছে। চলতি মরশুমে রাজ্যে এখনও পর্যন্ত ৩০ জনের বেশি ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। ২৫ হাজার ছাড়িয়ে গিয়েছে আক্রান্তের সংখ্যা! মঙ্গলবার কলকাতা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলগাছিয়ার সরকারি আবাসনের বাসিন্দা এক মহিলার মৃত্যু হয় আরজি কর হাসপাতালে।
সোমবার সন্ধেয় বছর ৪০-এর এই মহিলাকে ভর্তি করা হলে ভোর রাতে মৃত্যু হয় তাঁর। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে। ডেঙ্গির পাশাপাশি, ছড়াচ্ছে ম্যালেরিয়াও। গত ৪-৫ দিনে কলকাতা পুরসভার শুধু ৩ নম্বর বরোতেই ১০-১২ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ৩০ থেকে ৩৫! এই পরিস্থিতিতে বুধবার এলাকায় ডেঙ্গি দমন অভিযানে নামে কলকাতা পুরসভা।
মুচিবাজারের বিভিন্ন এলাকায় ড্রোন ওড়ানো হয়। দেখা হয়, কোনও বাড়ির ছাদ বা ফাঁকা জমিতে জল বা জঞ্জাল জমে আছে কিনা। এই এলাকাতে কেন্দ্রীয় সংস্থা কোল ইন্ডিয়ার একটি জমি রয়েছে। কিন্তু সেখানে দেখা গেল জঞ্জালের স্তূপ!
কলকাতা পুরসভার ৩ নম্বর বরোর চেয়ারম্যান অনিন্দ্য রাউতের কথায়, আমরা কয়েকটা জায়গায় যেখানে বেশি ম্যালেরিয়া বা জ্বরে আক্রান্ত হচ্ছে সেই জায়গাগুলো আইডেন্টিফাই করেছি। কেন ওখানে বাড়ছে, তাই বড় বড় বাড়ির ছাদে ট্যাংক খোলা কিনা দেখছি। পুজোর পর পরিস্থিতি খারাপ আমরা ৭ দশ দিনের মধ্যে নিয়ন্ত্রণে আনতে পারি, তার চেষ্টা করছি। কোল ইন্ডিয়ার এই জমি ঘিরে ১১বার নোটিস দেওয়া হয়েছে। কোনও উত্তর নেই। মেয়রের সঙ্গে এ নিয়ে কথা বলা হবে।
বুধবারও কলকাতার বিভিন্ন অংশে বৃষ্টি হয়। আর বৃষ্টিতে জমা জলের পরিমাণ বাড়লেই ডেঙ্গির প্রকোপ আরও বাড়বে বলেই আশঙ্কা পুরকর্তৃপক্ষ থেকে বিশেষজ্ঞদের।
রাজ্যে ডেঙ্গি উদ্বেগ ক্রমশ বাড়ছে। গতকাল ফের আরেক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে আরজি কর হাসপাতালে। এর মধ্যেই আজ কলকাতা পুরসভার ৩ নম্বর বরো অঞ্চলে ডেঙ্গিদমন অভিযানে নামল পুরসভা। জমা জল খুঁজতে ওড়ানো হল ড্রোন।
দুর্গাপুজোর আগে থেকেই আশঙ্কা বাড়ছিল! পুজোর পর রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক চেহারা নিচ্ছে।
চলতি মরশুমে রাজ্যে এখনও পর্যন্ত ৩০ জনের বেশি ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। ২৫ হাজার ছাড়িয়ে গিয়েছে আক্রান্তের সংখ্যা! মঙ্গলবার কলকাতা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলগাছিয়ার সরকারি আবাসনের বাসিন্দা এক মহিলার মৃত্যু হয় আরজি কর হাসপাতালে।
সোমবার সন্ধেয় বছর ৪০-এর এই মহিলাকে ভর্তি করা হলে ভোর রাতে মৃত্যু হয় তাঁর। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে। ডেঙ্গির পাশাপাশি, ছড়াচ্ছে ম্যালেরিয়াও। গত ৪-৫ দিনে কলকাতা পুরসভার শুধু ৩ নম্বর বরোতেই ১০-১২ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ৩০ থেকে ৩৫! এই পরিস্থিতিতে বুধবার এলাকায় ডেঙ্গি দমন অভিযানে নামে কলকাতা পুরসভা।