নয়াদিল্লি: চোট সারিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে (One Day Series) প্রত্যাবর্তনেই নজর কেড়েছেন। গতকাল অরুণ জেটলি স্টেডিয়ামে শেষ ওয়ান ডে ম্যাচে ৪ উইকেট তুলে নিয়েছেন এই চায়নাম্যান। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকার স্বপ্নভঙ্গ হয়েছে। এবার আর পেছনে ফিরে তাকাতে রাজি নন কুলদীপ যাদব। তাই ফল নিয়ে না ভেবে নিজের কাজ করে যেতে চান তিনি। গতকাল ম্যাচের শেষে নিজের লক্ষ্য পরিষ্কার করে দিলেন ২৭ বছরের তরুণ এই লেগস্পিনার।


কী বলছেন কুলদীপ?


ম্যাচের সেরা হয়ে কুলদীপ যাদব বলছেন, ''ম্যাচের সেরার পুরস্কার পেলে সবসময়ই ভাল লাগে। উইকেট দুর্দান্ত ছিল। বোলিংটা খুব উপভোগ করছি। ফলাফল নিয়ে আমি আর বেশি ভাবি না। নিজের লক্ষ্যে স্থির থাকতে চাই। কাজটা করে যেতে চাই। ছন্দ ধরে রাখলেই সাফল্য আসবে।''


তিনি আরও বলেন, ''উল্টোদিকে কে ব্য়াটার রয়েছেন, তা নিয়ে মাথা ঘামাইনি। আমি শুধুমাত্র পিচের নির্দিষ্ট জায়গায় বল করে যেতে চেয়েছিলাম। এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ভাল পারফর্ম করাই আমার লক্ষ্য।'' উল্লেখ্য, গতকাল হ্যাটট্রিকের সুযোগও চলে এসেছিল কুলদীপের সামনে। কিন্তু সেই সম্ভাবনায় জল ঢেলে দেন এনগিডি।


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে (IND vs SA 3rd ODI) জিততে ভারতের প্রয়োজন ছিল মাত্র ১০০ রান। সহজ লক্ষ্যে পৌঁছতে খুব বেশি কসরত করতে হল না ভারতীয় দলকে। শুভমন গিলের (Shubman Gill) ৪৯ রানে ভর করে সাত উইকেটে তৃতীয় ওয়ান ডে জিতে নিল ভারতীয় দল। তবে শুভমন শেষ পর্যন্ত টিকে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। এদিন শুভমন ভাল ব্যাট করলেও, অবশ্য চার উইকেটে নিয়ে এই ম্যাচে ভারতের জয়ে সবথেকে বড় অবদান রেখেছেন কিন্তু কুলদীপ যাদবই (Kuldeep Yadav)। এই ম্য়াচ জয়ের ফলে সিরিজও নিজেদের পকেটে পুরল টিম ইন্ডিয়া।


এই সিরিজে নিজের অধিনায়কত্বে সকলকে প্রভাবিত করলেও, ব্যাট হাতে তেমন সাফল্য পাননি শিখর ধবন। এই ম্যাচেও মাত্র আট রানে রান আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। গত ম্যাচে ৯৩ রান করা ঈশান কিষাণও ১০ রানের বেশি করতে পারেননি। তবে একদিক আগলে ছিলেন শুভমন। তিনি ৪৯ রানের সুন্দর এক ইনিংস খেলেন। ইনফর্ম শ্রেয়স আইয়ারও তাঁকে যোগ্য সঙ্গ দেন। শুভমন অর্ধশতরান হাতছাড়া করলেও, গত ম্যাচের মতো এই ম্যাচেও শ্রেয়স-সঞ্জু স্যামসন জুটি ভারতের জয় সুনিশ্চিত করেন। শ্রেয়স তো ছক্কা হাঁকিয়ে ভারতকে জেতান। তিনি ২৮ রানে অপরাজিত থাকেন। সঞ্জু দুই রান করেন। ভারত ১৭৯ বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জিতে নেয়।